Bangla News Dunia, সমরেশ দাস :- লকডাউন শেষ হবার পরেই শুরু হয়েছে আসল খেলা , প্রতিটি জায়গায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোবিদ-১৯ এর সংখ্যা । মানুষ কি যে করবে পুরো দিশে হারা হয়ে পড়েছে , সে না পারছে ঘরে বসে থাকতে তাহলে খাবে কি , আর বাড়ি থেকে খাবারের জন্য বেরোলে ভয় করোনার আক্রমণের ।
লাগামছাড়া মৃত্যমিছিল বিশ্বজুড়েই । করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার অত্যাবশ্যক! বাড়ির বাইরে মাস্ক না পরে একটা পা-ও রাখা রাখা যাবে না, নির্দেশ দিয়েছে সরকার। এবার মাস্কের ব্যবহার সম্পর্কে নতুন গাইডলাইন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) ৷
WHO প্রধান জানান, যে সমস্ত অঞ্চলে করোনা সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়েছে, সেখানে ক্লিনিক্যাল এরিয়ায় শুধুমাত্র স্বাস্থ্যকর্মীরাই নন, প্রতিটি মানুষের মেডিক্যাল মাস্ক পরা বাধ্যতামূলক।
যেখানে করোনার গোষ্ঠী সংক্রমণ হয়েছে, সেখানে ৬০ ও তাঁর উর্ধ্বের প্রতিটি মানুষকে অধিক সাবধানতা অবলম্বন করতে হবে। এমন কোনও জায়গা যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সেখানে মেডিক্যাল মাস্ক পরা বাধ্যতামূলক।
যেখানে সংক্রমণ ছড়ানোর হার বেশি, সেখানকার স্থানীয় সরকার যেন সাধারণ মানুষকে মাস্ক পরতে উৎসাহিত করেন। বিশেষ করে সেই সমস্ত জায়গা যেখানে শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, যেমন গণ পরিবহণ ব্যবস্থা, দোকান, কোনও বদ্ধ বা ভিড় জায়গা। এমনকি ফেব্রিক মাস্ক যা বানানো হচ্ছে সেখানে WHO বলেছে সেটাও যেন তিনটি স্তরের হয় ।
Highlights
১. লকডাউন শেষ হবার পরেই শুরু হয়েছে আসল খেলা , প্রতিটি জায়গায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোবিদ-১৯ এর সংখ্যা
২. করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার অত্যাবশ্যক! বাড়ির বাইরে মাস্ক না পরে একটা পা-ও রাখা রাখা যাবে না, নির্দেশ দিয়েছে সরকার
৩. এবার মাস্কের ব্যবহার সম্পর্কে নতুন গাইডলাইন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)
#COVID-19 #Mask # WHO