আজ নিউইয়র্কে প্রে ফর বেঙ্গল অনুষ্ঠান

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy – করোনা ও আম্ফানের তান্ডবে পশ্চিমবঙ্গের মানুষের বিদ্ধস্ত অবস্থা। তাই সমগ্র বিশ্বের প্রবাসী বাঙালিরা পশ্চিমবাংলার মানুষের সুস্থ স্বাভাবিক জীবনের জন্য প্রার্থনা করছে। আমেরিকার নিউ ইয়র্কে আজ শনিবার ৬ জুন একটি অনুষ্ঠানে সারা বিশ্বের ৩০ টি বাঙালি সংস্থা একসাথে হচ্ছে।

অপর্ণা সেন ,পরমব্রত চ্যাটার্জী ,ব্রততী বন্দোপাধ্যায় ,রাঘব চট্টোপাধ্যায় ,রূপঙ্কর বাগচী ,দীপঙ্কর দে ,শর্মিলা ঠাকুর প্রমুখ বিশিষ্ট শিল্পীরা এই উদ্যোগে পাশে  আছেন। স্টে এলাইভ লকডাউনে এক যাত্রা করেছিল যাতে মানুষ ঘরে বিশিষ্টি শিল্পীদের অনুষ্ঠান দেখতে পায়। এই অনুষ্ঠানের দায়িত্বে আছে পিলু বিদ্যার্থী ,সংগীতা দত্ত প্রমুখ। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ইংল্যান্ডের অধিবাসী সুরঞ্জন সোম ও অনিরুদ্ধ বর্ধন বলেছেন -এই বিপদের দিনে তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের বাঙালিদের এক করে তারা পশ্চিমবাংলার মানুষের পাশে  দাঁড়াতে চান।

Highlights

১.  আমেরিকার নিউ ইয়র্কে আজ শনিবার ৬ জুন একটি অনুষ্ঠানে সারা বিশ্বের ৩০ টি বাঙালি সংস্থা একসাথে হচ্ছে।

২.  এই বিপদের দিনে তথ্য প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের বাঙালিদের এক করে তারা পশ্চিমবাংলার মানুষের পাশে  দাঁড়াতে চান।

নিউইয়র্ক   #  প্রে ফর বেঙ্গল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন