Bangla News Dunia, সমরেশ দাস :- আজ সারা বিশ্ব যার জন্য লড়ছে সেই মরণ রোগ কোবিদ-১৯ কথা থেকে ছড়িয়েছে তা কারো অজানা নয় । চিনের ইউহান প্রদেশ থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস ৷ তাই এই মারণ সংক্রমণের দায় নিতে হবে তাদের ৷ ঠিক এইরকম হুঁশিয়ারি দিয়েছে বহু দেশ ৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার বলেছেন যে এটা চীনের সম্পূর্ণ ভাবে একটা চাল আমেরিকার বিরুদ্ধে । তারা ইচ্ছে করে এই ভাইরাস সারা বিশ্বে ছড়িয়েছে ।
এবং এই মারণ রোগের ফলে চিন-আমেরিকার সম্পর্কও তলানিতে ঠেকেছে ৷ এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের কাছে ‘হিতকর’ বার্তা দিতে চাইলেন চিনের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ওয়াং ঝিগাং ৷ তিনি জানালেন যে, চিনে করোনার ভ্যাকসিন তৈরি হলে তা বিশ্বের প্রতিটি দেশের কাছে পৌঁছে দেবেন তাঁরা ৷ এর মাধ্যমে সকলের মঙ্গল করা হবে বলে মন্ত্রীর মত ৷
ইতিমধ্যে করোনার ভ্যাকসিন নিয়ে মানব দেহে ৫টি ট্রায়াল শুরু হয়েছে চিনে ৷ গতমাসে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে চিনা রাষ্ট্রপতি শি জিনপিন জানান যে, চিনের তৈরি ভ্যাকসিন প্রস্তুতের পর তা বিশ্বব্যাপী মানুষের ভাল উদ্দশ্যে ব্যবহার করা হবে ৷ উন্নয়নশীল দেশগুলিও যাতে সেই ভ্যাকসিন পেতে পারে তার দিকে বিশেষ নজর থাকবে চিনের ৷
Highlights
১. চিনের ইউহান প্রদেশ থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস ৷ তাই এই মারণ সংক্রমণের দায় নিতে হবে তাদের
২. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার বলেছেন যে এটা চীনের সম্পূর্ণ ভাবে একটা চাল আমেরিকার বিরুদ্ধে
৩. এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের কাছে ‘হিতকর’ বার্তা দিতে চাইলেন চিনের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ওয়াং ঝিগাং
#COVID-19 #Vaccine #China #USA