COVID-19 : সোশ্যাল ডিস্ট্যানসিং মানতে স্কুটার কিনবেন ? দেখে নিন সস্তার কিকি আছে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- করোনার জন্য লকডাউন শেষ হলেও কমেনি তার আশঙ্কা । সরকার থেকে বার বার করে বলা হচ্ছে সোশ্যাল ডিস্ট্যানসিং মানতে , তাই হটাৎ করে হিড়িক বেড়েছে সাইকেল ও বাইক বা স্কুটার কেনার হিড়িক ।

রাস্তাঘাটে সামাজিক দূরত্ব বজায় রাখা একটু কঠিন ৷ সকলের মোটরগাড়ি কেনার সামর্থ থাকে না ৷ সে ক্ষেত্রে স্কুটার বা বাইকই মধ্যবিত্তের সামাজিক দূরত্ব বজায় রেখে অফিস যাওয়ার সেরা উপায় ৷ সাধ্যের মধ্যে বাজারে ভালো স্কুটার কী কী আছে ? জেনে নিন ৭০ হাজার টাকার মধ্যে কোন কোন স্কুটারের মাইলেজ ভালো ৷

টিভিএস এনটর্ক ১২৫: স্কুটারে যাঁরা মোটরবাইকের স্বাদ পেতে চান, তাঁদের কাছে Ntorq 125 প্রথম চয়েজ ৷ পাবেন ইউএসবি চার্জার পোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি৷ ১২৫ সিসি-র ইঞ্জিনের এই স্কুটারের দাম পড়বে ৬৬ হাজার ৮৮৫ টাকা ৷

টিভিএস জুপিটার: ১০৯.৭ সিসি-র এই স্কুটারটি খুবই জনপ্রিয়৷ থাকছে ইউএসবি চার্জার, ফ্রন্ট স্টোরেজ স্পেস৷ দুর্দান্ত স্মার্ট দেখতে স্কুটারটি৷ দাম পড়বে ৬১ হাজার ৪৪৯ টাকা (এক্স-শোরুম) ৷

হন্ডা অ্যাক্টিভা ৬জি : স্কুটারের বাজারে হন্ডা অ্যাক্টিভা বরাবরই খুব জনপ্রিয় ৷ মোটরসাইকেল যাঁরা পছন্দ করেন না, তাঁরা অনেকেই অ্যাক্টিভা কিনে ফেলেন৷ ৫ জেনারেশনের পরে এখন অ্যাক্টিভা ৬জি৷ এই স্কুটারটির দাম ৬৪ হাজার ৪৬৪ টাকা (এক্স-শো-রুম) ৷

Hero Pleasure+: হিরো প্লেজার প্লাসের এক্স-শোরুম দাম ৫৫ হাজার ৬০০ টাকা৷ Pleasure+ 110-এর দুর্দান্ত পারফর্ম্যান্স৷ ১১০ সিসি-র ইঞ্জিন৷ মর্ডান ও ভিন্টেজের মিশেলে ডিজাইন করা হয়েছে এই স্কুটারটির৷ থাকছে ইউএসবি চার্জার, LED বুট ল্যাম্প, ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, ব্যাকলিট স্পিডোমিটার ও সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর ৷

মায়েস্ত্রো এজ : মায়েস্ত্রো এজ ১২৫ BS-VI স্কুটারটির ১২৫ সিসি-র ইঞ্জিন ৷ দুর্দান্ত কালারে পাবেন ৷ এই স্কুটারের সিগনেচার LED ইনসিগনিয়া৷ দাম পড়বে ৬৯ হাজার ২৫০ (এক্স-শোরুম) ৷

Highlights

১. করোনার জন্য লকডাউন শেষ হলেও কমেনি তার আশঙ্কা

২. জেনে নিন ৭০ হাজার টাকার মধ্যে কোন কোন স্কুটারের মাইলেজ ভালো

#COVID-19 #Lockdown #Social Distance

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন