মার্কিন যুক্ত রাষ্ট্রে বর্ণবাদের অবসানের জন্য মিছিল

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –  বর্ণবাদের অবসানের জন্য  আমেরিকার শিকাগো থেকে লস এঞ্জেলস এবং ওয়াসিংটন থেকে নিউইয়র্ক সর্বত্রই লক্ষ মানুষের প্রতিবাদী মিছিল দেখা যায়। শুধু তাই নয় রোম  থেকে মেলবোর্ন ,লন্ডন থেকে ,মাদ্রিদ গোটা বিশ্বই এই প্রতিবাদে সামিল ছিল। মিনিয়াপোলিসের রাস্তায় জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়। মার্কিন যুক্ত রাষ্ট্রের ছোট -বড় সব শহরেই এই প্রতিবাদী মিছিল দেখা যায়। বিক্ষোভকারীরা ওয়াসিংটনে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়।

জনতার সমাবেশ দেখে নিরাপত্তারক্ষীরা ব্যারিকেড করে রাখে হোয়াইট হাউসে ঢোকার সমস্ত গেট। লন্ডনে শুধু মার্কিন দূতাবাসের সামনেই না ম্যানচেস্টারের মতো ব্রিটেনের বহু শহরেও এই প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। কোথাও কোথাও সংঘর্সও হয়েছে আর তার ফলে ১৪ জন পুলিশ যখন হয়েছে বলে শোনা  যায়। বার্লিনে ও ফ্রাঙ্কফুর্টেও বিরাট প্রতিবাদ হয়েছে। ৯৩ জন প্রতিবাদীকে বার্লিন পুলিশ আটক করেছে।

সিডনি ,এডিলেড ,মেলবোর্ন প্রভৃতি শহরেও হাজার হাজার মানুষের বিরাট প্রতিবাদ হয়েছে। জিম্বাবুয়ে ,কেনিয়া ,দক্ষিণ আফ্রিকাতেও মার্কিন দূতাবাসের সামনের বিক্ষোভ আন্দোলন হয়েছে।

Highlights

১.  বর্ণবাদের প্রতিবাদে ওয়াশিংটনের সামনে বিক্ষোভ। 

২.  বিক্ষোভকারীরা ওয়াসিংটনে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়। 

৩. সারা বিশ্ব এই প্রতিবাদে সামিল হয়। 

বর্ণবাদ মিছিল   #   হোয়াইট হাউস 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন