বাজারে স্থানীয় ডিটারজেন্টের চাহিদা বাড়ছে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –    দীর্ঘদিন লকডাউন চলার ফলে  বাজারে কোনো জিনিসপত্রই এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারছে না অপর্যাপ্ত পরিবহনের জন্য । এর ফলে একদিকে যেমন অসুবিধা হয়েছে তেমনি আবার লোকাল ব্র্যান্ডের জিনিস পত্রের বিক্রিও বেড়েছে। নামি ব্র্যান্ড গুলি তাদের বিজ্ঞাপনী প্রচারের জন্য সবসময়ই এগিয়ে থাকে। বর্তমানে আয়না ব্র্যান্ডের ডিটারজেন্টের চাহিদা বেড়েছে। চাহিদা বেড়েছে সফেদ ব্র্যান্ডেরও। এই মুহূর্তে বাজারে ৫ টাকা ১০ টাকা দামের ডিটারজেন্ট প্যাকেট কেনার প্রচুর ক্রেতা আছে।

 

detergent

 

হিমালয় সোপ ফ্যাক্টরি কোলকাতাতে অনেকদিন ধরে ব্যবসা করলেও সেভাবে প্রচার পায়নি। মূলত গ্রাম ও শহতলীতেই হিমালয় সোপের বিক্রি। লাভ লিংক নামের হ্যান্ড সোপ বিক্রেতা এই সংস্থার কর্ণধার জানান যে -তাদের বিক্রি ১৫ % বেড়ে গেছে। লাভ লিংক ব্র্যান্ডের হ্যান্ড সোপ গুলো প্রধানত হোটেলগুলোতে দেওয়া হয়। তবে এখন সাধারণ ক্রেতারাও এইটা কিনছে। হিমালয় সোপ রেশন দোকানেও তাদের সাবান বিক্রি করে। রাজ্যে ৬ টি এবং দেশে ৫২ টি ডিস্ট্রিবিউটার আছে জিয়ানের ,তারা বলেন -তাদের পণ্য কুরিয়ার করেও পাঠানো হয়।

বাজারে প্রতিটি জিনিসের দাম এখন বাড়তি ,সেখানে অপেক্ষাকৃত কম দামে উন্নত গুণমানের পণ্য পেলে স্বাভাবিকভাবেই  তার চাহিদা বেশি হবে। করোনা সংকট গ্রাহকদের স্থানীয় পণ্য কেনার সুযোগ করে দিয়েছে ফলে স্থানীয় ব্র্যান্ডগুলোর পণ্য বিক্রি আগের চেয়ে অনেকটাই বেড়েছে।

Highlights

১.  লোকাল ব্র্যান্ডের জিনিস পত্রের বিক্রিও বেড়েছে।

২.  লাভ লিংক নামের হ্যান্ড সোপ বিক্রেতা এই সংস্থার কর্ণধার জানান যে -তাদের বিক্রি ১৫ % বেড়ে গেছে।

৩.  রাজ্যে ৬ টি এবং দেশে ৫২ টি ডিস্ট্রিবিউটার আছে জিয়ানের। 

ডিটারজেন্ট   #  লোকাল ব্র্যান্ডের চাহিদা 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন