প্রথম করোনামুক্ত দেশ নিউজিল্যান্ড

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: – কঠোরভাবে লোক ডাউন মেনে প্রথম দেশ হিসেবে করোনা মুক্ত হলো নিউজিল্যান্ড। বিশ্বের অন্যান্য দেশে লক ডাউন চলাকালীনও সংক্রমণ রোধ ব্যর্থ। সেদিক থেকে ওশিয়ানিয়ার ছোট্ট এই দেশটি বিশ্বের কাছে নজির সৃষ্টি করলো সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

এদেশে আক্রান্তের সংখ্যা ছিল ১৫০৪ এবং মৃত ২২ জন। দেশব্যাপী চলা ৭ সপ্তাহের লক ডাউন পর্ব শেষ হয়েছে ১৪ ই মে। এর পরে সে দেশে এখনো পর্যন্ত নতুন করে আক্রান্তের খবর পাওয়া যাই নি। সংবাদসূত্রের খবর অনুযায়ী শেষ আক্রান্ত ব্যক্তিও সুস্থ হয়ে উঠেছেন। এর পরেই সোমবার দেশকে করোনামুক্ত বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডেন। সীমান্তে কড়া বিধি নিষেধ থাকলেও অভ্যন্তরীন সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে । অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সমস্ত সরকারি কাজকর্মও চালু হয়েছে সে দেশে।

প্রথম করোনামুক্ত দেশ নিউজিল্যান্ড
New Zealand Prime Minister Jacinda Ardern

বিশ্বের মধ্যে নিউজিল্যান্ড কঠোরভাবে লক ডাউন পালনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। টানা তিনমাস কঠোর লকডাউন আর প্রচুর পরিমাণে করোনা টেস্টের কারণে এই সাফল্য এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরেই ৭ সপ্তাহের দীর্ঘ লক ডাউন জারি করা হয়েছিল সেখানে। দেশকে সম্পূর্ণভাবে করোনা মুক্ত ঘোষণা করার পরে প্রধানমন্ত্রী সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন দেশবাসীর নজিরবিহীন ঐক্যবদ্ধতার কারণে সমগ্র দেশ করোনার কবল থেকে মুক্ত হতে পেরেছে।

তবে এখন কোনও ভাইরাসের অস্তিত্ব না থাকার অর্থ যে ভবিষ্যতেও থাকবে না ,এমনটা নিশ্চিত করে বলতে পারছেন না বিজ্ঞানীরা। নিউজিল্যান্ডের পাবলিক হেল্থ ইউনিভার্সিটি অব ওটাগোর অধ্যাপক মাইকেল বেকার বলেছেন যে করোনা সংক্রান্ত সতর্কবার্তায় দেশ এখন ১ নম্বরে। এর অর্থ দেশ থেকে কোভিড-১৯ দূর করতে সফল হয়েছে দেশ । তবে এটা শুধু মাত্র প্রাথমিক যুদ্ধ জয়। এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘকাল পর্যন্ত স্থায়ী থাকবে । যতদিন বিশ্বে করোনাভাইরাসের অস্তিত্ব থাকবে ততদিন পর্যন্ত মহামারী ভয়ও থাকবে।

Highlights

১. বিশ্বের মধ্যে প্রথম করোনামুক্ত হলো নিউজিল্যান্ড

২. সোমবার এই ঘোষণা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডেন।

৩. ৭ সপ্তাহ ধরে লক ডাউন চলেছিল সে দেশে।

# Corona | # New Zealand

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন