COVID-19 উপসর্গ ছাড়া রোগী থেকে সংক্রমণ ছড়ানো নিয়ে ভিন্ন মন্তব্য করল WHO

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- কোবিদ-১৯ নিয়ে বিগত ৩ মাস থেকে সমস্ত দেশ নাজেহাল হয়ে গেছে । এখনো পর্যন্ত্য বেরোলোনা কিছু ঠিক মতো একটা ওষুধ যা খেলে মানুষ সুস্থ্য হবে । তার ওপরে নানান সময়ে নানান মতামত জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ।

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ফের বিতর্কে জড়াল বিশ্ব স্বাস্থ্য সংস্থা । উপসর্গহীন ব্যক্তির থেকে করোনা সংক্রমণ নিয়ে দু’দিনে দু’ধরনের জবাব দেয় হু ।

সোমবার জেনিভায় হু-এর ইমার্জিং ডিজিজেস ও জুনোসিস ইউনিটের প্রধান মারিয়া ভ্যান কারখোভ বলেন, উপসর্গহীন ব্যক্তির থেকে সংক্রমণের ঘটনা বিরল। তার মন্তব্য নিয়ে চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। আর তাতেই চব্বিশ ঘণ্টার মধ্যে অবস্থান বদল করে হু ।

মঙ্গলবার কারখোভ জানান, উপসর্গহীন ব্যক্তির থেকে সংক্রমণের আশঙ্কা বিরল কিনা, তা বলার সময় আসেনি। এ নিয়ে এখনও অনেক গবেষণা বাকি। আগের দিন এব্যাপারে দু-তিনটি প্রকাশিত গবেষণাপত্রের তথ্যের উপর ভিত্তি করে মন্তব্য করেছিলেন ৷ আর আগেও মাস্ক পড়া নিয়ে তারা ভিন্ন্য মন্ত্যব করেছিলেন ।

Highlights

১. কোবিদ-১৯ নিয়ে বিগত ৩ মাস থেকে সমস্ত দেশ নাজেহাল হয়ে গেছে । এখনো পর্যন্ত্য বেরোলোনা কিছু ঠিক মতো একটা ওষুধ যা খেলে মানুষ সুস্থ্য হবে

২. লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ফের বিতর্কে জড়াল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৩. সোমবার জেনিভায় হু-এর ইমার্জিং ডিজিজেস ও জুনোসিস ইউনিটের প্রধান মারিয়া ভ্যান কারখোভ বলেন, উপসর্গহীন ব্যক্তির থেকে সংক্রমণের ঘটনা বিরল

#WHO  #COVID-19 #MASK 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন