Bangla News Dunia : S. Datta Roy – করোনা নিয়ে এই প্রথম দেশে সুখবর পাওয়া গেলো। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্ত ব্যক্তির তুলনায় করোনা থেকে সুস্থ হয় মানুষের সংখ্যা বেশি। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী -সারা দেশে করোনা এক্টিভ রুগীর সংখ্যা ১৩৩৬৩২ আর করোনা থেকে সুস্থ হয়েছে ১৩৫২০৫ জন। অর্থাৎ সরকারি হিসাব অনুসারে ৪৮.৯০ % দেশে করোনা থেকে সুস্থ। বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী -পশ্চিমবঙ্গে করোনা সুস্থ হওয়ার হার মোটামুটি ৪০.৫১ % যেটা ১ মাস আগে ছিল ২০.৮৩ % .
রাজ্যে গত ২৪ ঘন্টায় ৩৪৩ জনের করোনা পাওয়া গেছে ,এক্টিভ রুগী ১৬৭ জন বেড়েছে আর ১৫৯ জন সুস্থ হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কথায় – প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ত্ব ,সঠিক সিদ্ধান্ত ও জনসাধারণের ঐকান্তিক প্রচেষ্টাতেই করোনা ওপরে প্রভাব বিস্তার করা গেছে। বিশ্বের ছোট দেশে করোনাতে অনেক মানুষ আক্রান্ত হয়েছে ভারতের সেই সংখ্যা কম ,আবার রিকোভারি রেটও ৫০% -এর কাছাকাছি। তিনি বলেন -সামাজিক দূরত্ব ,মাস্ক আর হাত ঘোয়ার নীতি ভুলে চলবে না। ২২ মে দেশে করোনাতে মৃত্যু হয়েছে ৩৫৮৩ জনের ,৩১ মে মৃত্যু হয়েছে ৫১৬৪ জনের ,১ জুনে মৃত্যু ৫৩৯৪ এবং ১০ জুনে মৃত্যু ৭৭৪৫।
বিশেষজ্ঞদের মতে -আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে মৃত্যুর সংখ্যাও স্বাভাবিকভাবেই বেড়েছে কিন্তু মৃত্য হার বাড়েনি এটুকুই শান্তি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের করোনা রুগীদের প্রতি বেশি নজর দিতে হবে। করোনা নিয়ে মহারাষ্ট্র ,গুজরাট ,দিল্লিকে নিয়েই বেশি চিন্তা।
Highlights
১. এই মুহূর্তে দেশে করোনা আক্রান্ত ব্যক্তির তুলনায় করোনা থেকে সুস্থ হয় মানুষের সংখ্যা বেশি।
২. রাজ্যে গত ২৪ ঘন্টায় ৩৪৩ জনের করোনা পাওয়া গেছে ,এক্টিভ রুগী ১৬৭ জন বেড়েছে আর ১৫৯ জন সুস্থ হয়েছে।
৩. বিশেষজ্ঞদের মতে মৃত্য হার বাড়েনি এটুকুই শান্তি।
# করোনা # চিকিৎসা # ভারত