Bangla News Dunia : S. Datta Roy – সীমান্ত সমস্যা উন্নতি যাতে বাস্তবায়িত হয় তার জন্য ভারতের সাথে ইতিবাচক সহমতের কাজ শুরু করেছে চীন। পাশাপাশি এও জানিয়েছে – ‘ সীমান্তের পরিস্থিতির উন্নতিতে উভয় পক্ষই চুক্তি অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। ‘ ভারত -চীন ২ পক্ষই পূর্ব লাদাখের সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায়। লাদাখের প্যাংগং লেক অঞ্চলে দুই দেশের সেনা রাখা নিয়ে মে মাসের শুরু থেকেই ভারত – চীন সম্পর্কে উত্তেজনা তৈরী হয়। ১ মাস টানা ওরকম অবস্থা চলে।
তারপর দিল্লি আলোচনায় প্রস্তাব দিলে বেজিংও রাজি হয় তাতে। সেইমতো ৬ জুন উভয় দেশের সেনাকর্তারা বৈঠকে বসে। জানানো হয় – উভয় পক্ষই মনে করে -দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের ৭০ বছর পূর্তিতে যত তাড়াতাড়ি সমস্যা মিটবে ততই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হবে। সূত্রের খবর -ইতিমধ্যেই দুই দেশই সীমান্তে সেনা সরিয়ে নিতে শুরু করেছে যাতে সীমান্ত অঞ্চলের উত্তেজনা কমে। চীন প্যাংগং লেকের সীমান্ত বাদে অন্য সব জায়গা থেকে সেনা সরিয়ে নিচ্ছে।
বুধবার চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান -‘ কূটনৈতিক ও সামরিক মাধ্যমে চীন ও ভারতের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ভারত – চীন সীমান্তের পশ্চিম ভাগের পরিস্থিতি যাতে যথাযথভাবে দেখভাল করা যায় সে নিয়ে চুক্তি হয়েছে। এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতির উন্নতিতে উভয় পক্ষই চুক্তির সেই লাইন ধরে পদক্ষেপ নিচ্ছে। ‘ আগামী কয়েকদিনের মধ্যে পেট্রোলিং পয়েন্ট এবং হট স্প্রিং অঞ্চলে দুই দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা বৈঠকে বসবেন।
Highlights
১. সীমান্তের পরিস্থিতির উন্নতিতে উভয় পক্ষই চুক্তি অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে।
২. চীন প্যাংগং লেকের সীমান্ত বাদে অন্য সব জায়গা থেকে সেনা সরিয়ে নিচ্ছে।
৩. কূটনৈতিক ও সামরিক মাধ্যমে চীন ও ভারতের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
# ভারত # চীন # সীমান্ত সমস্যা