Bangla News Dunia, সমরেশ দাস :- এবারে কোবিদ-১৯ ভ্যাকসিন তৈরীতে মাঠে নেমে পড়লো জনসন অ্যান্ড জনসন । জুলাই মাসের মাঝামাঝি থেকে কাজ শুরু করতে চলেছে তারা ৷ ইতিমধ্যেই মার্কিন সরকারের সঙ্গে চুক্তি হয়েছে জনসন অ্যান্ড জনসনের ৷ ২০২১-এর মধ্যে প্রায় ১০০কোটি ডোজের ভ্যাকসিন উৎপাদন করতে পারে এমন ভাবেই কাজ করবে সংস্থা ৷
চেষ্টা শুরু হলেও, এখনও কোনও ওষুধ বা ভ্যাকসিন তৈরি হয়নি যা মোকাবিলা করতে পারে এই মারণ ভাইরাসের ৷ তাই সেভাবে কোনও নির্দিষ্ট চিকিৎসাও নেই এই রোগের ৷ একে মারাত্মক ছোঁয়াচে, তার ওপর কোনও ওষুধ না থাকায় আটকানো যাচ্ছে না মৃত্যু ৷ যা উদ্বেগ বাড়াচ্ছে ৷ সমস্ত দেশ ও প্রচুর ওষুধ প্রস্তুত কারক সংস্থা পুরো দমে চেষ্টা করে যাচ্ছে কিন্তু সুরাহা যে কবে মিলবে তার কোনো ঠিক নেই ।
১০৪৫ মানুষের ওপর প্রাথমিক ভাবে এই ভ্যাকসিন পরীক্ষা করবে জনসন অ্যান্ড জনসন ৷ এর মধ্যে যেমন থাকবেন ১৮ থেকে ৫৫ বয়সী অনেকে, তেমনই ৬৫বছর বা তার উর্দ্ধে থাকা অনেকের ওপর হবে পরীক্ষা ৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেলজিয়ামে হবে এই ভ্যাকসিনের ট্রায়াল ৷
ইতিমধ্যেই প্রায় মানব দেহে ১০টি করোনা ভাইরাস ভ্যাকসিন পরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে এই ফল পেতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে ৷
Highlights
১. এবারে কোবিদ-১৯ ভ্যাকসিন তৈরীতে মাঠে নেমে পড়লো জনসন অ্যান্ড জনসন
২. ২০২১-এর মধ্যে প্রায় ১০০কোটি ডোজের ভ্যাকসিন উৎপাদন করতে পারে এমন ভাবেই কাজ করবে সংস্থা
৩. প্রাথমিক ভাবে ১০৪৫ মানুষের ওপর এই ভ্যাকসিন পরীক্ষা করবে জনসন অ্যান্ড জনসন
#Vaccine #COVID-19 #Johnson & Johnson