Bangla News Dunia , জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি :- রাহু নামটা শুনলেই অনেকে ভীত হয়ে যান। রাহু ও কেতু দুটি ছায়া গ্রহ ভয় পাওয়ার কোন কারণ নেই। কালপুরুষের চার্ট এ রাহু ও কেতুর নির্দিষ্ট কোন ঘর নেই।
রাহু হল অতিরিক্ত ভোগ চাহিদা যার কোন শেষ নেই।
রাহু হল বায়ু কারক গ্রহ তাই রাহু ভাল ফল দেয় বায়ু রাশি ও পৃথিবী রাশিতে।
রাহুকে অনেকে বৃষভ আবার অনেকে মিথুনে 20 ডিগ্রি অবধি উচ্চ ফল দেয় বলে মনে করেন।
রাহু কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ করে।
একটা বিষয় লক্ষ্য করবেন রাহু এর বন্ধু গ্রহ হল শনি, বুধ ও শুক্র এবং এই গ্রহ গুলোর ঘর বায়ু বা পৃথিবী রাশি।
রাহু শনির মত ধীরে ফল দেয় তাই শাস্ত্রে শনিবৎ রাহু বলা হয় আবার রাহু শুক্রের মত ভোগও চায়, মঙ্গলের মত উগ্রতাও আছে।
রাহু যেহেতু ছায়া গ্রহ সেহেতু রাহু যে ঘরে বসে সেই ঘরের মালিকের হয়ে কাজ করে কেতুর মত।
রাহুর দৃষ্টি 3 টি বা কারো মতে 4টি সেগুলি হল 5ম, 7ম, 9ম ও দ্বাদশ।
রাহু কেতু সর্বদাই বক্র হয় কখনোই মার্গী হয় না।
রাহুর 3টে নক্ষত্র, আদ্রা ( এই নক্ষত্রে আপনার জন্ম হলে দেখবেন আপনার চোখের জল পড়বেই), স্বাতী ( এই নক্ষত্রে জন্ম হলে ঝড়ের পরের মুহূর্তে দেখবেন আপনার জীবনে ঝড় আসবেই আসবে), শতবিষা ( এর সিম্বল একটা বড় ফাঁকা অংশ )।
রাহু যে গ্রহ এর সাথে বসে সমস্যা করবেই।
যেমন,
রাহু + রবি/চন্দ্র – গ্রহণ দোষ
রাহু + মঙ্গল – অঙ্গারক দোষ
রাহু + বুধ – নাস দোষ
রাহু + শনি – শ্রাপিত দোষ
রাহু+ গুরু – গুরু চণ্ডাল দোষ
রাহু + শুক্র – লম্পট দোষ
যদি আপনার রাহু খারাপ থাকে এবং রাহু এর দশা ও কেতুর অন্তর দশা চলে আপনার জীবন অতিষ্ট করে দিতে পারে।
রাহুর শুধু মাথা আছে তাই রাহুকে অনেকে খুব চালাক বলে, রাহু হল মায়া, ভুল ভ্রান্তি, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারক।
রাহু সাধারণত নেগেটিভ গ্রহ হওয়ায় রাহু 3য়, 6ম ও 11 এ ভাল ফল দেয়। তবে এবিষয়ে বিবেচনার দরকার।
আরো পড়ুন :- ৩০ বছর পর ঘটছে শনি ও মঙ্গলের সংমিশ্রণ যোগ ! বিপদ বাড়বে এই ৩টি রাশির
আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়
খুব সংক্ষেপে 12 টি ঘরে রাহুর অবস্থান বর্ণনা দিলাম :-
রাহু যে গ্রহের সাথে বসে সমস্যা করেই ছাড়ে:-
১) লগ্নে রাহু দেব জাতককে দিশা হীন করে দেয়, তবে জাতক অনেক বিষয়ে জ্ঞান লাভ করার চেষ্টা করে তবে সে শেষ পযন্ত সেটাকে শেষ করে উঠতে পারে না, মায়াবী হয়, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে মাঝে মাঝে, উগ্র রাগী হয়, মেজাজ খিট খিটে হয়।
খনার বচনে আছে “লগ্নে থাকে গলা কাটা পিছনে ঘোরে শতেক ব্যাটা”।
2) দ্বিতীয় রাহু জাতক মিথ্যা কথা বলে, বাজে ভাষা বলে, অর্থ যেকোনো প্রকারে সে পেতে চায়, সেটা অসৎ উপায়েও হতে পারে, বাড়ির লোকেদের সাথে ও কুটুম্ব দের সাথে ব্যাবহার খুব ভাল হয় না। পছন্দসই খাবার খুব পছন্দ করে।
যাদের দ্বিতীয় স্থানে রাহু তারা কুটুম্ব দের থেকে দূরে থাকলে ভাল হয়।
3) তৃতীয় স্থানে রাহু জাতককে পরাক্রম করে, ভ্রমণ ভালোবাসে, ভাই এর কাছ থেকে অনেক সময় ভাল সাহায্য পায় না, অনেক সময় দেখা যায় ভাই থাকে না, বন্ধু ভাগ্য খারাপ করায়, প্রতিবেশী সম্পর্ক ভাল করে না, লড়াই ঝগড়া করতে বিশেষ উদ্যোগী হয়।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
4) চতুর্থ এ রাহু মায়ের শরীর খারাপ করে, বাস্তু সমস্যা করে, সুখ নষ্ট করে অনেক সময়। পিতার জায়গা খুব ভাল থাকে না। গাড়ি, বাড়ি কিনতেও সমস্যা দেয়।
5) 5ম এ রাহু সন্তান ভাগ্য খারাপ করে, অনেক সময় একটি সন্তান দেয়, পড়াশুনা এবং প্রেম বিষয়ে সমস্যা দেয়। মহিলাদের গাইনো সমস্যা অনেক সময় করায়। একাধিক সম্পর্কে লিপ্ত করতে পারে। পড়াশুনাতে ইয়ার লস করতে পারে।
6) 6th এ রাহু ভাল ফল দেয়, কর্ম ভাল করে, ঋণ, মামলা ইত্যাদি বিষয়ে জাতকের উন্নতি করলেও অনেক সময় ষষ্ঠ স্থানে রাহু নানা রোগ ভোগ করায়।
7) 7ম এ রাহু বিবাহিত জীবনে সমস্যা দেয়, অসবর্ণে বিবাহ করায়, অনেক সময় ব্যাবসায় সমস্যা দেয়। বিবাহ হয় দেরিতে।
8) 8ম এ রাহু বিভিন্ন রোগ দেয়, পারিবারিক এবং বিবাহিত জীবনে সমস্যা দেয়।
9) 9ম এ রাহু ভাগ্য বিড়ম্বনা করে, বাবার জায়গা অনেক সময় খারাপ করে।
10) 10 এ রাহু কর্ম পরিবর্তন ঘটায় বারবার, কাজে স্থিতি থাকে না।
11) 11 এ রাহু ভাল ফল দেয়, হটাৎ লাভ ঘটায়।
12) 12 এ রাহু খারাপ থাকলে কারাগার যাপন করতে হতে পারে, ভাল থাকলে বিদেশ যাপন, লাক্সারি জীবন লাভ হয়।
আমার ব্যক্তিগত মতানুসারে রাহু কলিযুগের ভাল-মন্দ নিয়ে আসে, কেউ ধনবান, কেউ গরিব, রাহু দেব এর বিশেষ প্রভাব এ হয়।
আমি দেখেছি রাহু দেব যার ভাল সে জ্যোতিষ নিয়ে বিশেষ মাথা ঘামায় না।
** বিশেষ দ্রষ্টব্যঃ – রাহু দেব ছায়া গ্রহ, কিন্তু জ্যোতিষ এ বিশেষ গুরুত্ব আছে, রাহু দেব ভাল কি মন্দ তা আগে ভাল করে দেখা দরকার, উপরে যেগুলি খারাপ বা ভাল বললাম তা নির্ভর করবে রাহু দেব এর ডিগ্রি, কোন নক্ষত্রে আছে, কার কার দৃষ্টি আছে ইত্যাদি বিষয়।
আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় )