দেখুন প্রেম ও বিয়ের ক্ষেত্রে যে রাশি গুলিকে এড়িয়ে চলা উচিত

By Bangla news dunia Desk

Published on:

indian wedding

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- প্রেম বা বিয়ে করার আগে আপনার বিপরীত মানুষটির রাশির সাথে আপনার রাশি মিলিয়ে নিন এতে সম্পর্কে কোনো বাঁধা আসার সম্বাভনা কম থাকে। তবে প্রেমের ক্ষেত্রে রাশি দেখে প্রেম করা অসম্বভ হতে পারে। কিন্তু বিয়ে হলো এক সামাজিক বন্ধন , যা দুটি মানুষ একে অপরের প্রতি দায়বদ্ধ হয়। এই দুটি মানুষকে একে অপরের সাথে সারা জীবন কাটাতে হবে। তাই নিজেদের সম্পর্ক কেমন হতে পারে তা আগেই বিবেচনা করা দরকার। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির মানুষের সাথে বৈবাহিক প্রেম ঘটিত সম্পর্ক এড়িয়ে চলা উচিত।

আরো পড়ুন :- ৩০ বছর পর ঘটছে শনি ও মঙ্গলের সংমিশ্রণ যোগ ! বিপদ বাড়বে এই ৩টি রাশির

আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়

১. সিংহ ও বৃষ রাশির মধ্যে স্বাভাবিক সম্পর্ক হয় না। ঝামেলা এদের সারা জীবনের সঙ্গী হয়ে থাকে।

২. কর্কট ও মেষ রাশি , এই দুই রাশির মধ্যে শুধু মাত্র শত্রুর সম্পর্কই দীঘস্থায়ী হয়। এর বাইরে এদের সম্পর্ক মোটেই ভালো হয় না।

৩. মকর ও তুলা রাশির মধ্যে কোনো প্রকার সম্পর্ক স্থাপন হলে অশান্তি হবার যোগ প্রবল থাকে।

 

niladri-misra

 

৪. মেষ ও কর্কট এবং মকর ও ধনু এই রাশিদের সম্পর্ক শত্রু ভাবাপণ্য হয়।

৫. কন্যা ও মিথুন এই দুই রাশির মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন না করাই ভালো।

৬. কন্যা ও সিংহ রাশি , এই দুই রাশির মধ্যে সমস্যা হতে পারে প্রচুর। তবে সেই অশান্তি মারাত্মক আকার ধারণ করার সম্বাভনা খুবই কম। তবে সম্পর্কে ছোটোখাটো সমস্যা লেগেই থাকে।

৭. মেষ ও বৃশ্চিক এই দুই রাশির মধ্যে সম্পর্ক হলে অশান্তি হবার সম্বাভনা থাকে। ফলে বিয়ের ক্ষেত্রে এই রাশি গুলির জোর এড়িয়ে চলা ভালো হবে।

আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির

আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211  ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় )

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন