আলোচনার মাধ্যমেই ভারত -চীন সীমান্ত সমস্যা মিটবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   ভারত -চীন সীমান্ত সমস্যা  মেটাতে দুই দেশের সেনার মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি স্থানীয় স্তরে কমান্ডার বৈঠকও হয়েছে। এই বৈঠক প্রসঙ্গেই ভারতীয় সেনাপ্রধান মুকুন্দ নারাভান জানিয়েছেন – ‘ক্রমাগত যে আলোচনা চলছে তার মাধ্যমেই ভারত ও চীনের সব বিরোধ মিটে যাবে বলে আশাবাদী। সবকিছু এখন নিয়ন্ত্রণে। ‘

মে মাসের ৫/৬ তারিখ লাদাখ সীমান্তে প্যাংগং লেকের কাছে টহল দিতে গিয়ে দুই দেশের সেনার মধ্যে হাতাহাতি হয়। আর তারপর থেকেই লাদাখ সীমান্তে উত্তেজনা বাড়ার পাশাপাশি সেনা মোতায়েনও বাড়ছে উভয় পক্ষ থেকে।

গত শুক্রবার আলোচনায় বসে ভারত ও চীনের মেজর জেনারেল অফিসাররা ,তারপর শনিবারে এই বার্তা দেন নারাভানে। এদিকে পাকিস্থানের চীন মিশনের প্রেস অফিসার ভারত – চীন সীমান্ত সমস্যা ও কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহারের মধ্যে যোগসূত্রের দাবি করেছেন। তিনি বলেন এতে করে ভারত – চীন ও ভারত -পাকিস্থান সম্পর্কে জটিলতা বাড়ছে। আমেরিকা অবশ্য এই পরিস্থিতিতে ভারতকেই সমর্থন জানাচ্ছে।

Highlights

১.  আলোচনার মাধ্যমেই ভারত ও চীনের সব বিরোধ মিটে যাবে। 

২.  ভারত – চীন সীমান্ত সমস্যা ও কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহারের মধ্যে যোগসূত্র আছে। 

ভারত   #  চীন     #  লাদাখ সীমান্ত সমস্যা 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন