বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার বড় ঘোষণা, বাংলার ৪২ টি আসনেই বিজেপিকে সমর্থন !

By Bangla news dunia Desk

Published on:

BISWOHINDU MOHASOVA

Bangla News Dunia , অমিত :  আজ বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সাংবাদিক সম্মেলন হয় কলকাতার প্রেস ক্লাবে। বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সাংবাদিক সম্মেলন করার মূল উদ্দেশ্য হলো বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা স্থির করেছে ২০২৪ সালের ৪২টি লোকসভা আসনে বিজেপি সমর্থিত প্রার্থীদের সমর্থন করবেন তারা। কারণ বিজেপি পারে একমাত্র সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দাঁড়াতে। বঙ্গীয় হিন্দু মহাসভার যে সকল দাবী দাওয়া ছিল যেমন রাম মন্দির প্রতিষ্ঠা, ৩৭০ ধারা বিলোপ করা, ভারতীয় প্রতিরক্ষাকে মজবুত করা এবং বিশ্বের দরবারে ভারতের একটা বিশেষ স্থান অধিকার করার যে আশা, ভরসা করেছিলেন এই বঙ্গীয় হিন্দু মহাসভা তা একমাত্র নরেন্দ্র মোদীর সরকার পূরণ করছে, এমনই দাবি তাদের।

বিশ্বের দরবারে ভারত বর্তমানে অর্থনৈতিক দিক থেকে পঞ্চম স্থান অধিকার করেছে , এমনকি বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে আগামী ২০৩০ এর মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত। তবে বিশ্বের পঞ্চম অর্থনীতি হওয়ার যেই সন্মান তা একমাত্র মোদি সরকারই এই সম্মান নিয়ে এসেছেন, এমনই অভিমত বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার কর্মকর্তাদের।

বিশেষ করে যাদবপুর লোকসভার কেন্দ্রের বিজেপি সমর্থিত, প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় মহাশয়কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তারা। কারণ, তিনি ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্বর্গীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা। কিছু ব্যক্তি বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার নাম করে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন তারা আদতে নকল, তাই সাধারণ জনগণের গোচরে আনার জন্য এই সাংবাদিক সম্মেলনের আয়োজন, এমনই জানালেন সংস্থার সম্পাদক অনন্ত সিংহরায় মহাশয়।

সেই সঙ্গে এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ ছিলেন প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়, মনিন্দ্র চন্দ্র নন্দী, এনসি চ্যাটার্জি, ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ একাধিক প্রতিথযশা দিকপাল ব্যক্তিত্বরা। তাই এই মহাসভার পক্ষ থেকে সর্বসম্মতভাবে পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থিত সকল প্রার্থীদের সমর্থন করার কথা ঘোষণা করে, এই কথা জানালেন সংস্থার সভাপতি শম্ভুনাথ গাঙ্গুলী মহাশয়। পশ্চিমবঙ্গের সব জেলাতেই সংগঠনের সদস্য আছে এই কথা জানালেন সংস্থার কর্মকর্তারা।

সংস্থা সভাপতি বললেন একমাত্র বিজেপিই হিন্দুদের জন্য ভাবে, হিন্দু মহাসভা তৈরি হয়েছিল সনাতনী হিন্দুদের জন্যই। এছাড়াও এই মহাসভা ১৯৭১ সালে বাংলাদেশে মুসলিমদের হাতে অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়িয়ে ছিল। করোণা মহামারী চলাকালীন আক্রান্তদের পাশে এই মহাসভাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এমনই মতমত প্রকাশ করলেন হিন্দু মহাসভার সম্পাদক অনন্ত সিংহ রায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সম্পাদক মহাশয় বললেন পশ্চিমবঙ্গে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করবে। তারা আশাবাদী বিজেপি ৩৫টি আসনে জয়লাভ করবে।

Bangla news dunia Desk

মন্তব্য করুন