Bangla News Dunia,শারদীয়া রায়: – সীমান্ত বিতর্কের মধ্যেই মস্কোর আমন্ত্রণে ত্রিপাক্ষিক বৈঠকে মুখোমুখি ভারত এবং চীন। করোনা মোকাবিলার জন্য আয়োজিত এই বৈঠকে ভারত এবং চীন ছাড়াও রাশিয়াও অংশগ্রহণ করবে। আগামী ২২ শে জুন এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিশ্বজুড়ে করোনার প্রকোপ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এই সংক্রমণ রোধের জন্য কি ধরণের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই নিয়েই ভিডিও কনফারেন্স আলোচনা করবেন তিন দেশের প্রধানমন্ত্রীরা।
এখনো আলোচনার মূল বিষয়বস্তু নির্ধারিত না হলেও এই ত্রিপাক্ষিক বৈঠকের মূল লক্ষ্য হবে পারস্পরিক সহযোগিতা মজবুত করা। তবে সরকারিভাবে এই বৈঠক নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রচার করেনি ভারত। ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু হওয়ার পরে প্রথমবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ও চীনের বিদেশমন্ত্রী ওয়্যাং ইয়ি মুখোমুখি হচ্ছেন। সেক্ষেত্রে সীমান্ত বিবাদ নিয়ে আলোচনা হবে কিনা এখনো তা স্পষ্ট নয়।
দুই দেশের উপস্থিতি সত্ত্বেও সাম্প্রতিক বিতর্ক আলোচনায় স্থান পাবে না বলে জানিয়েছেন ওয়াকিবহাল মহল। তবে রাশিয়ার মধ্যস্থতায় শান্তি প্রসারের সম্ভবনা আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত অবশ্য দুই দেশের এই বিরোধিতার মধ্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে না নেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছে। রাশিয়া সরাসরিভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন না করলেও ,বৈঠকে রাশিয়ার স্থান বেশ গুরুত্বপূর্ণ তা উদ্যোগটিতেই স্পষ্ট হয়ে গেছে।
দুই নেতাই এর আগে গত ১৩ মে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন-এ অন্তর্ভুক্ত রাষ্ট্রনেতাদের অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন। তবে তখনও সীমান্তে ভারত-চীন সংঘর্ষের কথা বিস্তারিত ভাবে জানা যায়নি। প্রসঙ্গত লাদাখে চিনের সঙ্গে ভারতীয় সেনাদের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে দ্বন্দ্ব চলছে। সেনাবাহিনীর স্তরে তা মেটানোরও চেষ্টা চলছে। গত ৫ জুন কোর কমান্ডার স্তরে বৈঠক হয়েছে। বৈঠকের আগে সীমান্ত নিয়ে চীনের অনড় মনোভাবে প্রকাশ্যে এসেছিলো।
Highlights
১. ত্রিপাক্ষিক বৈঠকে মুখোমুখি ভারত ,চীন এবং রাশিয়া
২. করোনা মোকাবিলায় পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে এই বৈঠকের আয়োজন
৩. বৈঠকে রাশিয়ার মধ্যস্থতায় সীমান্ত বিবাদ মেটানোর চেষ্টা করা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
# India | # China | # Russia