ফের জোড়া জঙ্গি হামলা

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia,শারদীয়া রায়: –  এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার জঙ্গি হামলা হলো নাইজেরিয়ায়। শনিবার রাতে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী ISIS এর জোড়া হামলায় নিহত হয়েছে ৬০ জন এবং আহতের সংখ্যা কমপক্ষে দেড়শো জন। করোনা আতঙ্কের মধ্যে নাইজেরিয়ায় ত্রাস ছড়াচ্ছে এই জঙ্গি গোষ্ঠী।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে যে নাইজেরিয়ার মুনগুনো এবং নাগানজাই অঞ্চলে শুক্রবার জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছে ৮১ জন। নাইঝাই জেলার একটি জনবসতি এলাকায় বাইকে করে এসে ৫৯ জনকে হত্যা করে ISIS জঙ্গিরা।

ফের জোড়া জঙ্গি হামলা নাইজেরিয়ায়

শনিবারে স্থানীয় সময় সকল ১১ টার সময় সেনাবাহিনী এলাকার দখল নিতে এলে রকেট লঞ্চার সহ প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে তারা সেনাবাহিনীকে আক্রমন করে। তিনঘন্টা ধরে দুপক্ষের গুলিবিনিময় হয়। গোটা এলাকা ঘুরে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা । রকেট লঞ্চারও ছোঁড়ে বিভিন্ন বাড়ি লক্ষ্য করে। এতে প্রাণ হারান সেনা সহ ৬০ জন।

জঙ্গিরা জাতিসংঘের মানবধিকার কর্মীদের বাসস্থান পুড়িয়ে দিয়েছে। স্থানীয় থানাও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই নৃশংস হামলায়। ফিরে যাওয়ার সময় স্থানীয়দের আঞ্চলিক ভাষায় লিফলেট বিলি করে যায় তারা। লিফলেটে তাদের সেনাবাহিনী কিংবা সরকারের নির্দেশ মানতে নিষেধ করে দেওয়া হয়েছে। অন্যথায় ফের হামলার হুমকি দেওয়া হয়েছে।

Highlights

১. করোনা আতঙ্কের মধ্যেই জোড়া হামলা ISIS জঙ্গি গোষ্ঠীর

২. স্থানীয় সেনাবাহিনীর সাথে গুলিবিনিময়ে সাধারণ মানুষ সহ প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ

৩. ফেরার সময় স্থানীয় মানুষদের মধ্যে লিফলেট বিলি করেছে।

# ISIS | # Naigeria

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন