ফেস মাস্ক না কি ফেস শিল্ড? কোনটি বেশি কার্যকরী ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ধীরে ধীরে শিথিল হচ্ছে লকডাউন, প্রায় স্বাভাবিক হতে চলেছে মানুষের জীবনযাত্রা। টানা কয়েক মাস পর, বন্দী জীবন থেকে হাফ ছেড়ে বাঁচতে চলেছেন জনগণ। কিন্তু করোনা ভাইরাস যেনো কিছুতেই থামতে চাইছে না। ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে গ্রাফ। যার ফলে সাধারণ মানুষের কাছে এখন একটাই প্রশ্ন, কবে রক্ষা পাওয়া যাবে করোনা ভাইরাসের হাত থেকে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে , সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ও গ্লাভস্ ব্যবহারের পাশাপাশি মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। তবে বাড়তি সতর্কতা হিসেবে অনেকেই মাস্কের উপর ফেস শিল্ড ব্যবহার করছেন। তাই অনেকের মনে প্রশ্ন, করোনাকে এড়াতে মাস্ক নাকি ফেস শিল্ড, কোনটি সবচেয়ে ভালো?

Mask

বিশেষজ্ঞদের মতে, ত্রিস্তরীয় মাস্ক সঠিক নিয়মে ব্যবহার করলে এবং সামাজিক দূরত্ব বজায় রাখলে প্রায় ৯০-৯৫ শতাংশ সংক্রমণ ঠেকানো সম্ভব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, অনেকেই সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করছেন না। কথা বলার সময় মাস্ক থুতনির কাছে নামিয়ে নিচ্ছেন, কেউ আবার নাকের নিচ থেকে মাস্ক ব্যবহার করছেন। যার ফলে বাড়ছে সংক্রমণের হার। কখনও কখনও আবার মাস্কের পরিবর্তে অনেকে রুমাল ব্যবহার করছেন। রুমালের নিচের দিকটা ফাঁকা থাকার ফলে ভাইরাস প্রবেশ করার সম্ভাবনা থেকে যাচ্ছে।

কিন্তু ফেস শিল্ড ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে কিছু অসুবিধে, যেমন – এটির দুপাশে অল্প কিছুটা ফাঁকা থাকে। সেই ফাঁকা স্থান দিয়ে হাঁচি বা কাশির ড্রপলেট প্রবেশ করে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। কাজেই আপনি যদি ত্রিস্তরীয় মাস্ক সঠিক নিয়ম মেনে ব্যবহার করেন তবে ফেস শিল্ড পরার প্রয়োজন পড়ে না।
চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী ও হাসপাতালের অন্যান্য কর্মীদের ক্ষেত্রে ফেস শিল্ড ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। সাধারণ কোনও কাজ বা বাইরে বেরোলে ফেস শিল্ডের খুব একটা প্রয়োজন পড়বে না। কেবলমাত্র সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করলে এবং সামাজিক দূরত্ব মেনে চললে অনায়াসেই সংক্রমণ এড়ানো সম্ভব।

face-shield

নিজেকে সুরক্ষিত রাখতে এবং বাড়তি সতর্কতা গ্রহণে আপনি ফেস শিল্ড ও মাস্ক দুটোই ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি সামাজিক দূরত্ব মেনে চলেন, নিজের গাড়িতে যাতায়াত করেন এবং কর্মস্থানে যদি আলাদাভাবে বসেন তবে দুটোর মধ্যে যেকোনও একটা ব্যবহার করলেই চলবে।

Highlights

1. ফেস মাস্ক না কি ফেস শিল্ড? 

2. নিজেকে সুরক্ষিত রাখতে এবং বাড়তি সতর্কতা গ্রহণে আপনি ফেস শিল্ড ও মাস্ক দুটোই ব্যবহার করতে পারেন|

# Face Mask # Face shield

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন