নতুন করে ৫৭ টি কেস পাওয়া গেলো চীনে, প্রায় ২ কোটি মানুষের আবার হতে পাবে টেস্ট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- যেখান থেকে শুরু হয়েছিল কোবিদ-১৯ তা খুব তাড়াতাড়ি সেরেও গিয়েছিলো , কিন্তু আবার শুরু হলো সেকেন্ড স্টেজ মানে আবার নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে চীনে ।

চিনের বেজিং শহরে করোনা সংক্রমণের ফের ৫৭টি নতুন কেস সামনে এসেছে এরপর গোটা শহরে ফের একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শহরের এন্ট্রি এক্সিট পয়েন্টে টেস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে আপাতত বেজিং শহর থেকে বাইরে যাত্রা করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সূত্রের খবর অনুযায়ী, ইউহান শহরের মতো বেজিংয়ের প্রায় কোটি মানুষের টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে

করোনা

ন্যাশনাল হেলথ কমিশন অনুযায়ী, আপাতত জানা গিয়েছে সংক্রমণের ক্লাস্টার একটি স্থানীয় মার্কেট মোট ৫৭ জনের মধ্যে ১৯ জন বিদেশ থেকে আসা ব্যক্তি রয়েছে জানা গিয়েছে, বেজিং থেকে নর্থ ওয়েস্ট প্রোভিন্স Liaoning – সংক্রমণ ছড়িয়ে পড়েছে সেখানেও লোকাল ইনফেকশনের বেশ কয়েকজন রোগী মিলেছে Liaoning টেস্টিং চলছে এবং যাত্রা করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মনে করা হচ্ছে শীঘ্রই বেজিংয়ে লকডাউন জারি করা হতে পারে আপাতত শহরের একটি এলাকায় লকডাউন জারি করা হয়েছে

বেজিংয়ে করোনা ভাইরাসের নতুন কেস সামনে আসতেই চিন্তায় রয়েছেন আধিকারিকরা এর জেরে শহরের বড় বাজারগুলি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে গত দিনে ৪৬ জনের করোনা আক্রান্তের ঘটনা সামনে এসেছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে প্রশাসন

Highlights

১. চিনের বেজিং শহরে করোনা সংক্রমণের ফের ৫৭টি নতুন কেস সামনে এসেছে 

২. ন্যাশনাল হেলথ কমিশন অনুযায়ী, আপাতত জানা গিয়েছে সংক্রমণের ক্লাস্টার একটি স্থানীয় মার্কেট 

৩. গত দিনে ৪৬ জনের করোনা আক্রান্তের ঘটনা সামনে এসেছে

#COVID-19  #China  #Corona positive

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন