Bangla News Dunia, সমরেশ দাস :- যেখান থেকে শুরু হয়েছিল কোবিদ-১৯ তা খুব তাড়াতাড়ি সেরেও গিয়েছিলো , কিন্তু আবার শুরু হলো সেকেন্ড স্টেজ মানে আবার নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে চীনে ।
চিনের বেজিং শহরে করোনা সংক্রমণের ফের ৫৭টি নতুন কেস সামনে এসেছে ৷ এরপর গোটা শহরে ফের একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ শহরের এন্ট্রি ও এক্সিট পয়েন্টে টেস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷ আপাতত বেজিং শহর থেকে বাইরে যাত্রা করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, ইউহান শহরের মতো বেজিংয়ের প্রায় ২ কোটি মানুষের টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷
ন্যাশনাল হেলথ কমিশন অনুযায়ী, আপাতত জানা গিয়েছে সংক্রমণের ক্লাস্টার একটি স্থানীয় মার্কেট ৷ মোট ৫৭ জনের মধ্যে ১৯ জন বিদেশ থেকে আসা ব্যক্তি রয়েছে ৷ জানা গিয়েছে, বেজিং থেকে নর্থ ওয়েস্ট প্রোভিন্স Liaoning –এ সংক্রমণ ছড়িয়ে পড়েছে ৷ সেখানেও লোকাল ইনফেকশনের বেশ কয়েকজন রোগী মিলেছে ৷ Liaoning টেস্টিং চলছে এবং যাত্রা করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ মনে করা হচ্ছে শীঘ্রই বেজিংয়ে লকডাউন জারি করা হতে পারে ৷ আপাতত শহরের একটি এলাকায় লকডাউন জারি করা হয়েছে ৷
বেজিংয়ে করোনা ভাইরাসের নতুন কেস সামনে আসতেই চিন্তায় রয়েছেন আধিকারিকরা ৷ এর জেরে শহরের বড় বাজারগুলি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ৷ গত ৩ দিনে ৪৬ জনের করোনা আক্রান্তের ঘটনা সামনে এসেছে ৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে প্রশাসন ৷
Highlights
১. চিনের বেজিং শহরে করোনা সংক্রমণের ফের ৫৭টি নতুন কেস সামনে এসেছে
২. ন্যাশনাল হেলথ কমিশন অনুযায়ী, আপাতত জানা গিয়েছে সংক্রমণের ক্লাস্টার একটি স্থানীয় মার্কেট
৩. গত ৩ দিনে ৪৬ জনের করোনা আক্রান্তের ঘটনা সামনে এসেছে
#COVID-19 #China #Corona positive