নিখোঁজ ভারতীয় দূতাবাসের কর্মী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,শারদীয়া রায়: –  ইসলামাবাদে নিখোঁজ ভারতীয় দূতাবাসের দুই কর্মী। কয়েকদিন আগে পাক দূতাবাসের দুই কর্মীকে গুপ্তচর সন্দেহে বহিস্কার করেছিল ভারত। এখন পাকিস্তানের মাটিতে ভারতীয় কর্মীদের নিখোঁজের ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চীনের সঙ্গে শব্দযুদ্ধ এবং নেপালের সাথে সম্পর্কের অবনতির মধ্যে পাকিস্তানের সাথেও ভারতের স্নায়ুযুদ্ধের সূত্রপাত ঘটিয়ে দিলো এই দুই ঘটনা।

গাড়িচালক ওই দুই সিআইএসএফ-এর কর্মীর দূতাবাসের কাজে কোনো এক গন্তব্য স্থানে পৌঁছনোর কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময় পরেও ওই দুই কর্মীর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিখ্যাত সংবাদ চ্যানেল ডিডি নিউস ঘটনাটি টুইট করে প্রকাশ্যে আনতেই নড়ে চড়ে বসে প্রশাসন। ইসলামাবাদে পাক দূতাবাসকে এক টুইট বার্তায় গোটা বিষয়টি জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। এই বিষয়ে পাকিস্তানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কোথাও বলা হয়েছে ওই বার্তায়। এই ঘটনায় বেশ উদ্বিগ্ন নয়াদিল্লি।

নিখোঁজ ভারতীয় দূতাবাসের কর্মী

এর আগে ভারতে পাক দূতাবাস থেকে যে দুজনকে বহিস্কার করা হয়েছিল তারা ভিসা বিভাগের কর্মী ছিলেন। চর চক্রে যুক্ত অভিযোগে ওই দুই কর্মীকে বহিস্কার করার হয়েছিল বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। একই সঙ্গে ওই দুই কর্মীর গাড়িচালকদেরকেও বহিস্কার করা হয়েছিল। এর কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের মাটিতে ভারতীয় দুই কর্মীর নিখোঁজের জন্য পাকিস্তানকে দায়ী করছে প্রাক্তন রাষ্ট্রদূত এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ।

তাদের ধারণা এর পেছনে কূটনৈতিক উদ্দেশ্য রয়েছে পাকিস্তানের। পাকিস্তানের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ এনেছেন প্রাক্তন ভারতীয় কূটনীতিবিদ শরত সাবরওয়াল। তবে পাকিস্তানের পক্ষে এইরকম ঘটনা নতুন কিছু নয়। তবে এই ঘটনার জেরে দুই দেশেই আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি পেলো সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো কোনো মহলের ধারণা এই দুই ভারতীয়র নিখোঁজের পেছনে কুখ্যাত পাকিস্তানী জঙ্গি গোষ্ঠী আইএসআই এর হাত আছে। তবে কোনো দেশের পক্ষ থেকেই এই বিষয়ে কোনো সরকারি মন্তব্য করা হয়নি।

Highlights

১. ইসলামাবাদে নিখোঁজ ভারতীয় দূতাবাসের দুই কর্মী

২. এর আগে ভারতের মাটিতে পাকিস্তানের দুই কর্মীকে বহিস্কার করা হয়েছিল

৩. কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আইএসআই এর হাত থাকতে পারে বলে ধারণা কূটনৈতিক মহলের একাংশের।

# India | # Pakistan

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন