Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মানচিত্র বিতর্ক তুঙ্গে। এই মানচিত্রকে মান্যতা দেওয়ার জন্য সংবিধান সংশোধনী বিলও নিজেদের পার্লামেন্টে পাশ করিয়ে নিয়েছে তারা। বিষয়টি নিয়ে নয়াদিল্লির সঙ্গে টানাপোড়েন শুরু হয়ে নেপালের। এর ফলে ভারতের সঙ্গে নেপালের সঙ্গে অত্যন্ত খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছেন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ঠিক তখনই নেপালের মধ্যে সম্পর্ক কেউ ভাঙতে পারবে না বলে মন্তব্য করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
একটি ভারচুয়াল জনসভা করার সময় এই বিষয়ে রাজনাথ বলেন, ভারত ও নেপাল রুটির বন্ধনে আবদ্ধ। যদি কোথাও কোনও ভুল বোঝাবুঝি হয় তা আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়া হবে। পৃথিবীর কোনও শক্তি ভারত ও নেপালের মধ্যে থাকা অবিচ্ছেদ্য সম্পর্ক ভাঙতে পারবে না। মন্তব্য করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
নেপালের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। কিন্তু, তাদের বিতর্কিত মানচিত্রে জায়গা পাওয়া ভারতীয় তিনটি ভূখণ্ড নিয়ে পুরনো অবস্থানেই অনড় রাজনাথ সিং। এপ্রসঙ্গে তিনি পরিষ্কার জানিয়ে দেন, লিপুলেখ অঞ্চলে বিআরও যে রাস্তা তৈরি করছে তা সম্পূর্ণ ভারতের ভূখণ্ডেই অবস্থিত। এই নিয়ে কোনো রকম আপস করা হবে না।
উত্তরাখণ্ড থেকে মানস সরোবর পর্যন্ত একটি রাস্তা তৈরি করছিল ভারত। প্রথম থেকেই তাতে বাধা দিচ্ছিল নেপাল। ক্ষমতাসীন ওলি সরকারের দাবি ছিল, যে তিনটি জায়গার উপর দিয়ে এই রাস্তা তৈরি হচ্ছে সেই কালাপানি, লিপুলেখ ও লিম্পুয়াধুরা নেপালের এলাকা। বিষয়টি শুধুমাত্র আলোচনার স্তরে না রেখে দেশের নতুন মানচিত্রও তৈরি করে ফেলে তারা। এমনকী জাতীয় সংসদে তা পাশ করানোর পর দেশের সংবিধানও সংশোধন করে।
Highlights
1. নেপাল ও ভারতের সম্পর্ক অবিচ্ছেদ্য
2.তাদের বিতর্কিত মানচিত্রে জায়গা পাওয়া ভারতীয় তিনটি ভূখণ্ড নিয়ে পুরনো অবস্থানেই অনড় রাজনাথ সিং
# India # Nepal