Bangla News Dunia,শারদীয়া রায়: – সুদূর ক্যালিফোর্নিয়া থেকে কুলতলির দূরত্ব প্রায় ১৩ হাজার কিলোমিটার। কিন্তু এই দূরত্ব ঘুচিয়ে দিয়েছেন মার্কিন প্রবাসী বাঙালিরা। আমপানে বিধস্ত কুলতলি সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার বিপন্ন বাঙালিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা। তবে শুধু ক্যালিফোর্নিয়া নয়, মার্কিন মুলুকের বিভিন্ন জায়গার সব মিলিয়ে দেড়শোর বেশি প্রবাসী বাঙালি প্রায় সাড়ে ১২ হাজার ডলার অর্থাৎ প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা সাহায্য করেছেন আমপান দুর্গতদের।
মেরিল্যান্ড থেকে মিশিগান, ক্যালিফোর্নিয়া থেকে কানেকটিকাট, অনাবাসী বাঙালিদের এই কাজে এক সূত্রে গেঁথেছেন ক্যালিফোর্নিয়ার এক বাঙালি দম্পতি সংযুক্তা ও অরিন্দম সামন্ত। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ওই দম্পতি থাকেন ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কুপারটিনো শহরে।
আমপান পরবর্তী ভয়াবহ পরিস্থিতি দেখে তারা সাহায্য করবেন বলে সিদ্ধান্ত নেন। কিন্তু কেবলমাত্র দুজনের পক্ষে সাহায্য করা যথেষ্ট নয় দেখে আরো কিছু প্রবাসী বাঙালিকে এই কর্মযজ্ঞে সামিল করার আহ্বান জানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মার্কিন মুলুকের প্রবাসী বাঙালি বন্ধুবান্ধব ও পরিচিতদের সঙ্গে দ্রুত যোগাযোগ শুরু করলেন ওই দম্পতি।
একই সঙ্গে খোঁজ শুরু হল ফেসবুকে অর্থ সংগ্রাহক বা ফান্ডরেজার হিসেবে রেজিস্টার্ড একটি স্বেচ্ছাসেবী সংস্থার । তাঁরা পেলেন ‘কলকাতা ফাউন্ডেশন’-কে। ফেসবুকে তৈরী হলো ক্রাউডফান্ডিং পেজ। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন, ভার্জিনিয়া, অ্যারিজোনা, টেক্সাস-সহ আমেরিকার বিভিন্ন জায়গা থেকে সাহায্যের জন্য অনেকেই এগিয়ে আসেন।
যাদের মাধ্যমে মার্কিন মুলুক থেকে প্রবাসী বাঙালিদের সাহায্য এসেছে, সেই ‘কলকাতা ফাউন্ডেশন’-এর অন্যতম প্রতিষ্ঠাতা, নিউ জার্সির ধৃতিমান বন্দ্যোপাধ্যায় এই প্রবাসী দম্পতির প্রতি তার কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁদের সহযোগী সংস্থা ‘মুক্তি’ গত ১৫ বছর ধরে সুন্দরবনের উন্নয়নে কাজ করছে। এই সাহায্য থেকে নদীবাঁধ পুনর্নির্মাণের কাজে যুক্ত মানুষদের রোজকার চাল-আলু-পেঁয়াজ দেওয়া এবং কমিউনিটি কিচেন ও মেডিক্যাল ক্যাম্প চালানোর জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা-সভাপতি, শঙ্কর হালদার।
Highlights
১. ক্যালিফোর্নিয়ার প্রবাসী বাঙালিরা সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আমপানে ক্ষতিগ্রস্ত মানুষদের দিকে।
২. প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা তারা অর্থ সংগ্রাহক সংস্থা কলকাতা ফাউন্ডেশনের মাধ্যমে দান করলেন।
৩. সুন্দরবন এলাকার পুনর্নির্মাণ থেকে শুরু করে কমিউনিটি কিচেনের জন্য ব্যয় করা হচ্ছে সেই অর্থ।
# Californiya | # Ampan | # Sundarban