গুরু মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে ভোট প্রার্থনা করলেন ডঃ অনির্বাণ !

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia , অমিত :  আজ ইতিমধ্যেই রাজ্যে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি আজ বিভিন্ন সভা থেকে রাজ্যের সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এমনকি তিনি রাজ্যের সাধারণ মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসায় প্রধানমন্ত্রী মোদির সমর্থনে বাংলার বিভিন্ন এলাকায় জনসংযোগ যাত্রার আয়োজন করা হয়েছে। ঠিক তেমনই প্রধানমন্ত্রী মোদির সমর্থনে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় বারুইপুর পূর্বের শান্তিপুর বাজার থেকে দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত একটি জনসংযোগ যাত্রা করেন। রাস্তার দুই ধারে সাধারণ মানুষ বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে দেখার জন্য মুখিয়ে ছিলেন। তারা কখনো হাত নেরে, কখনো প্রণাম জানিয়ে বিজেপিকে সমর্থন করার আশ্বাস দিয়েছেন।

anirban

তবে এই যাদবপুর কেন্দ্রে এইবার প্রায় ত্রিমুখী লড়াই হতে চলেছে। বিজেপি, তৃণমূল ও সিপিএমের মধ্যে এই লড়াই দেখা যাবে। তবে এইবার এই কেন্দ্রে যে বিজেপি নিজের ছাপ ছেড়েছে তা স্থানীয় মানুষ অকপটে স্বীকার করে নিচ্ছেন। তার কারণ তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। যিনি হিন্দুদের কাছে তেমনভাবে গ্রহণযোগ্য নন। কারণ তিনি এক সময় হিন্দু দেব-দেবীদের নিয়ে যেইভাবে আলোচনা করেছেন, হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন, তাতে হিন্দু জনগণ তাকে সেই ভাবে গ্রহণ করছেন না। অপরদিকে যাদবপুর কেন্দ্রে সিপিআইএম কিছুটা শক্তিশালী হলেও ভোট জেতার শক্তি তাদের নেই, তারা ভোট কাটাকাটির খেলায় অংশগ্রহণ করবে। সিপিআইএমের মতো আইএসএফ তারাও যাদবপুর লোকসভা কেন্দ্রে জেতার পরিস্থিতিতে নেই, তারাও ভোট কাটাকাটির খেলায় অংশগ্রহণ করবে।

anirban

 

আইএসএফ ভাঙ্গরে তৃণমূলের ভোট কাটতে পারে। আর যার ফলেই ওই কেন্দ্রে বিজেপির জয় এক প্রকারের নিশ্চিত হতে পারে। তবে প্রধানমন্ত্রী মোদির আহবানে আজ বারুইপুর পূর্বে যে জনসংযোগ যাত্রা চোখে পড়েছে তা আগামী দিনে যে আরো বাড়তে চলেছে তা মানুষের যোগদান দেখেই বোঝা যাচ্ছে।

anirban

 

বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় যখন বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদির সমর্থনে মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন, তখন তিনি কখনো বাইকে চেপে, কখনো অটোতে চেপে, কখনো টোটোতে চেপে, মানুষের কাছে প্রধানমন্ত্রী মোদির জন্য ভোট প্রার্থনা করলেন। আবার কখনো পায়ে হেঁটে মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন। এমনকি তিনি তার থেকে বয়স্ক মানুষের পা ধরে প্রণাম করেছেন, তার সমবয়সী মানুষদের হাত ধরে বিজেপিকে জেতানোর জন্য ও প্রধানমন্ত্রী মোদিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আহ্বান জানিয়েছেন।

Bangla news dunia Desk

মন্তব্য করুন