করোনা আক্রান্ত আবার সেই চীনের বাজার থেকেই

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- তারা বলেছিলেন যে তাদের দেশ সম্পূর্ণ করোনা মুক্ত কিন্তু আবার শুরু হয়েছে তার সংক্রমণ । আর এবারে আবার সেই বাজার থেকেই ছড়িয়েছে সংক্রমণ । আর আগে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশ চীনের সেই বাজার নিয়ে নানান মন্তব্য প্রকাশ করেছিলেন ।

আর এবার ইউহান নয়, এবার কেন্দ্র বেজিং। একটি নতুন ক্লাস্টারের সন্ধান পেয়েছে চিনা সেনা। সন্ধান পাওয়া গিয়েছে ২৭ জন করোনা আক্রান্তের। আর সবচেয়ে বড় কথা, স্থানীয় একটি বাজার থেকেই এই রোগ ছড়িয়েছে বলে মনে করছে প্রশাসন। চিনের সংক্রমণ নিয়ে তাই উদ্বেগ প্রকাশ করেছে হু।

নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ফলে শেষ পাঁচ দিনে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১০৬–এ। আর সেই কারণেই বেজিং শহরের আবার ২০টি এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে । হাজার হাজার মানুষকে করোনা পরীক্ষাও করা হয়েছে। সোমবার থেকে শহরে সমস্ত ঘরোয়া খেলার অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

হু–এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌এই ধরনের ক্লাস্টার যথেষ্ট চিন্তার কারণ। পরিস্থিতি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ করা দরকার। আশা করি চিনের প্রশাসন সেটা করছে।’‌ চিনের প্রশাসন জানিয়েছে, এই সংক্রমণ সম্ভবত ছড়িয়েছে বেজিংয়ের শিনফদি মার্কেট থেকে। যে বাজারে ৩০ মে–এর পর থেকে ২ লক্ষ গিয়েছেন ।

Highlights

১. তারা বলেছিলেন যে তাদের দেশ সম্পূর্ণ করোনা মুক্ত কিন্তু আবার শুরু হয়েছে তার সংক্রমণ । আর এবারে আবার সেই বাজার থেকেই ছড়িয়েছে সংক্রমণ

২. আর এবার ইউহান নয়, এবার কেন্দ্র বেজিং

৩. একটি নতুন ক্লাস্টারের সন্ধান পেয়েছে চিনা সেনা। সন্ধান পাওয়া গিয়েছে ২৭ জন করোনা আক্রান্তের। 

#Bezing #COVID-19  #China  #Wuhan

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন