Bangla News Dunia : S. Datta Roy – শরীরে যে কোনো রকম কো-মরবিডিটি থাকলে করোনা সংক্রমণে ঝুঁকি বেশি থাকে একথা আগেই জানা গেছে। কিন্তু বর্তমানে বিশেষজ্ঞরা বলছেন -ডায়াবেটিস রুগীর কোভিদ হলে তার সুগার সংক্রান্ত জটিলতা সমস্যা যেমন বাড়ে তেমনি ডায়াবেটিস নেই এরকম মানুষেরও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে করোনা। সম্প্রতি ‘ নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন ‘ নামে একটি জনপ্রিয় বিজ্ঞান পত্রিকায় বিশ্বের ১৬ জন ডায়াবেটিস বিশেষজ্ঞের লেখা একটি চিঠি প্রকাশিত হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে সুগার থাকলে কোভিদ সমস্যা বাড়ে আবার কোভিদও শরীরে ডায়াবেটিস আনতে পারে।
ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের সভাপতি পল জিমেট জানান – Type 1 ও Type 2 -র পাশাপাশি কোভিদ ১৯ থেকে ৩ য় গোত্রের ডায়াবেটিসও হতে পারে। একে কিটোসিস প্রোন ডায়াবেটিসও বলে। তিনি আরও বলেন -ডাটাবেটিসের এই ঝুঁকি কোভিদের পূর্বসূরি সার্স ও মার্স সংক্রমণের ক্ষেত্রেও দেখা গিয়েছিলো। এসএসকেএম হসপিটালের চিকিৎসক শুভঙ্কর চৌধুরী বলেন -সার্স ও মার্সের ক্ষেত্রেও দেখা গিয়েছিলো করোনা ভাইরাস অগ্নাশয়ের বিটা কোষকে প্রভাবিত করে ফলে ইনসুলিনের উৎপাদন বিঘ্নিত হয়।
দিল্লির এইমসের চিকিৎসক নিখিল ট্যান্ডনের কখায় -করোনা চিকিৎসায় ডেক্সামিথাজোন নামের স্টেরয়েড ব্যবহারে খুব ভালো ফল পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন -Type 1 ডায়াবেটিস শরীরে যেভাবে দানা বাঁধে করোনা অনেকটা সেভাবেই ডায়াবেটিসের জন্ম দিতে পারে নর্ম -গ্লাইসিমিক ম্যাকটির শরীরে। কোভিদ ১৯ অগ্নাশয়ের বিটা কোষের ক্ষতি করে ইন্সুলিন উৎপাদনে বাধা দেয়।
Highlights
১. শরীরে করোনা সংক্রমণ হলে ডায়াবেটিস হতে পারে।
২. Type 1 ও Type 2 -র পাশাপাশি কোভিদ ১৯ থেকে ৩ য় গোত্রের ডায়াবেটিসও হতে পারে।
৩. কোভিদ ১৯ অগ্নাশয়ের বিটা কোষের ক্ষতি করে ইন্সুলিন উৎপাদনে বাধা দেয়।
# করোনা ভাইরাস # ডায়াবেটিস