কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিলেন ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia , অমিত : আজ ২৫শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী। যথাযোগ্য মর্যাদার সহিত দেশজুড়ে কবিগুরুর জন্মদিন পালিত হল। তবে শুধু দেশে নয় বিদেশেও সমান ভাবে কবিগুরুর জন্মদিন পালিত হচ্ছে। পাশাপাশি বাংলার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উৎসাহ ও শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করা হয়।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের এমন এক নক্ষত্র যিনি ভারতের প্রথম নোবেল পুরস্কার জয়ী ব্যক্তি। তিনি ভারতের হয়ে সর্বপ্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তার সময়কালে তিনি এতটাই মানুষের মধ্যে জনপ্রিয় ছিলেন যে তিনি তার কবিতার মাধ্যমে বিভিন্ন কোম্পানির অর্থাৎ তৎকালীন যে বড় বড় কোম্পানি ছিল সেই সকল কোম্পানির বিজ্ঞাপন করতেন। যার ফলেই বুঝতে পারা যায় যে তিনি সেই সময়কালে কতটা জনপ্রিয় ছিলেন মানুষের মধ্যে। তার লেখা বিভিন্ন গানের মাধ্যমে তিনি ইংরেজদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এমন কি তার লেখা গানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের উৎসাহিত করে তুলতেন। এছাড়া কবিগুরু ইংরেজদের বিরুদ্ধে আওয়াজ তুলে তিনি তার ‘নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন।

anirban

এই দিকে আজ যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলী মহাশয় ১৬৩ তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে যাদবপুর ব্রিজি উন্নয়ন সমিতির ক্লাবের সন্নিকটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানটি যাদবপুর বিধানসভা এলাকার ১১০ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলী মহাশয় ছোট থেকে বড় কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

Bangla news dunia Desk

মন্তব্য করুন