চীনের করোনা পরিস্থিতির অবস্থাতে প্রশাসন খুব চিন্তিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- এখনো পর্যন্ত্য চলছে গোটা বিশ্বে হাহাকার! বেজিংয়ে করোনাভাইরাসের ‘দ্বিতীয় অধ্যায় ’ ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে, মঙ্গলবার এমন আশঙ্কাই প্রকাশ করলেন বেজিং প্রশাসনের এক আধিকারিক ।

চিনের ইউহান থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাসের সংক্রমণ। টানা ৭৮ দিন লকডাউনের পর এপ্রিলের মাঝামাঝি লকডাউন তুলে নেওয়া হয় ৷ কিন্তু বিগত কয়েকদিনে চিনের রাজধানী বেজিংয়ে নতুন করে মিলছে করোনা আক্রান্তের হদিশ ।

মঙ্গলবার বেজিংয়ে ২৭ জন নতুন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এই নিয়ে গত ৫ দিনে মোট আক্রান্তের সংখ্যা ১০৬ ।

অনুমান, বেজিং শহরের Xinfadi wholesale food market থেকে নতুন করে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে! ওই বাজারের পাশাপাশি ৩০টি জনবহুল এলাকা বন্ধ করা হয়েছে । ব্যাপক হারে বাড়ানো হয়েছে করোনা পরীক্ষাও ।

বেজিং প্রশাসনের মুখপাত্র জু হেজিয়ান সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘রাজধানী বেজিংয়ে ভয়াবহ আকার নিয়েছে অতিমারি !” চিনে করোনার ‘দ্বিতীয় অধ্যায় ‘-এ চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা । শহরের প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, ফুড মার্কেটের প্রতিটি দোকানি, রেস্তোরাঁ, সরকারি ক্যান্টিনের কর্মীদের করোনা পরীক্ষা করা হবে ।

Highlights

১. এখনো পর্যন্ত্য চলছে গোটা বিশ্বে হাহাকার! বেজিংয়ে করোনাভাইরাসের ‘দ্বিতীয় অধ্যায় ’ ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে

২. মঙ্গলবার বেজিংয়ে ২৭ জন নতুন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এই নিয়ে গত ৫ দিনে মোট আক্রান্তের সংখ্যা ১০৬

৩. চিনে করোনার ‘দ্বিতীয় অধ্যায় ‘-এ চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO

#Wuhan #China #Covid-19

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন