আপনি যদি কাঁচা হলুদ না খেয়ে থাকেন তাহলে আজ থেকে খেতে পারেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- হলুদ যে খুব উপকারী ও আমাদের শরীরের পক্ষে এটা অতন্ত্য একটা ভেষজ হিসাবে কাজ করে সেটা আমাদের সবার জানা ।

হলুদের গুন অপরিসীম , হলুদ আমাদের নিত্য প্রয়োজনীয় একটা উপাদানের মধ্যে পরে । মশলা বা রান্নার উপকরণ বাদ দিলেও কাঁচা হলুদের গুণ অপার |

হজমের গোলমাল রোখে কাঁচা হলুদ ৷ গ্যাসট্রো প্রোটেকটিভ গুণ থাকায় গ্যাস ও অম্বল দূর করে কাঁছা হলুদ ৷

ক্যান্সারের কোষ বৃদ্ধি রুখতে সাহায্য করে কাঁচা হলুদ ৷ পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে ক্যান্সারে বেশ উপকার পাওয়া যায় ৷ আর্থারাইটিসের সমস্যা থেকে মুক্তি দেয় ৷ হাড়ের কোষকে দৃঢ়তা প্রদান করে ৷

ত্বকের ক্ষেত্রে কাঁচা হলুদের জুড়ি মেলা ভার ৷ সানট্যান রক্ষা করে যদি কাঁচা হলুদ বেটে মুখে মাখা যায় ৷

Highlights

১. হলুদ যে খুব উপকারী ও আমাদের শরীরের পক্ষে এটা অতন্ত্য একটা ভেষজ হিসাবে কাজ করে সেটা আমাদের সবার জানা

২. হজমের গোলমাল রোখে কাঁচা হলুদ ৷ গ্যাসট্রো প্রোটেকটিভ গুণ থাকায় গ্যাস ও অম্বল দূর করে কাঁছা হলুদ

৩. ক্যান্সারের কোষ বৃদ্ধি রুখতে সাহায্য করে কাঁচা হলুদ ৷ পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে ক্যান্সারে বেশ উপকার পাওয়া যায় ৷ আর্থারাইটিসের সমস্যা থেকে মুক্তি দেয় ৷ হাড়ের কোষকে দৃঢ়তা প্রদান করে

#Turmeric  #Benifit of turmeric

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন