Bangla News Dunia : S. Datta Roy – রাষ্ট্রসংঘের সাধারণ সভার ১৯৩ টি দেশের মধ্যে ভারতের পক্ষে ভোট দেয় ১৮৪ টি দেশ। যার ফল স্বরূপ ৮ বারের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হতে সামান্যতম বেগ পেতে হয়নি ভারতকে।
২০২১ সালের জানুয়ারি থেকে ভারতের সদস্যপদের সময় শুরু হবে। এছাড়াও মেক্সিকো ,নরওয়ে ,আয়ারল্যান্ড প্রভৃতি দেশও নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে। বুধবার তাই ভারতকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানায় আমেরিকা।
ভোটার ফল প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রসংঘে ভারতের রাষ্ট্র দূত টিএস তিরুমূর্তি জানান -‘ ভারত ফের ২০২১ -২০২২ সালের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে। এর ফলে খুব খুশি হয়েছি আমি। বিভিন্ন দেশ আমাদের সমর্থন করেছে। তারা যেভাবে আমাদের পশে দাঁড়িয়েছে তাতে আমি অভিভূত হয়ে পড়েছি। ‘
Highlights
১. ৮ বার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হল ভারত।
২. রাষ্ট্রসংঘের সাধারণ সভার ১৯৩ টি দেশের মধ্যে ভারতের পক্ষে ভোট দেয় ১৮৪ টি দেশ।
# রাষ্ট্রসংঘ # ভারত