যাদবপুরে জমি মাফিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে অনির্বাণ, ৫০০ বিঘা জমি দখল !

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , অমিত :  যাদবপুর লোকসভা কেন্দ্রে জমি মাফিয়া দের বিরুদ্ধে লড়াইয়ে নামল যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিশেষ করে গ্রামীণ এলাকায় প্রায় ৫০০ বিঘার উপরে জমি স্থানীয় জমি মাফিয়ারা জাল নথি বানিয়ে নিজেদের নামে করে নিয়েছে। আর তা নিয়ে ইতিমধ্যেই বিজেপির কিষান মোর্চার সমর্থনে জমি হারানো সাধারণ দুঃস্থ মানুষরা আন্দোলনে নেমেছে। জমি হারানো সাধারণ মানুষের দাবি আমরা নিজেরাও জানিনা কবে আমাদের জমির নথিপত্র জাল করে তারা নিজেদের নামে করে নিয়েছে। তারা বলেন, এর পিছনে শাসক দলের হাত রয়েছে। শাসকদলের আশীর্বাদ জমি মাফিয়াদের উপরে রয়েছে। যার ফলে এই জমি মাফিয়ারা আমাদের জমি আত্মসাৎ করার চেষ্টা করছে। জমিহারা সাধারণ মানুষের দাবী, আমরা বর্তমান সরকারের উপরে আস্থা রাখতে পারছি না, তাই বিজেপির কাছে সাহায্যের জন্য এসেছি। আর তারা আমাদের সর্বোচ্চভাবে সাহায্য করবে বলে জানিয়েছে।

২০২৪ সালে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আর তিনি এই জমি মাফিয়াদের বিরুদ্ধে সাধারণ মানুষের পাশে আছেন বলেই জানান। তিনি বলেন, আমি এই সাধারণ মানুষগুলির সাথে কথা বলেছি, তারা তাদের সমস্ত অভিযোগ আমাকে জানিয়েছে, আমি বিজেপির তরফে যতটা সম্ভব তাদের আইনি সাহায্য করবো, এছাড়া আমরা ইডি ও সিবিআই তদন্তের দাবি জানাবো, দরকার হলে হাইকোর্ট পর্যন্ত যাব। কারণ এই জমি মাফিয়ারা এখানেই থেমে থাকবে না, তারা আরো লোকের জমি দখল করবে। ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, কয়েক মাস আগে সন্দেশখালিতে জমি দখল করার কথা শুনেছিলাম কিন্তু এখন আমি যেই লোকসভা কেন্দ্রে লড়াই করছি সেখানেও জমি দখল হয়েছে তাও ১-২ বিঘা নয় ৫০০ বিঘার উপরে, তা ভাবতেই অবাক লাগছে।

Bangla news dunia Desk

মন্তব্য করুন