Bangla News Dunia, সমরেশ দাস :- ইন্ডিয়ান পোস্ট অফিস টাকা জমানোর ব্যাপারে বা নতুন স্কিম সম্বন্ধে তার গ্রাহকদের সব সময়ে সাহায্য করে থাকেন ও গ্রাহকরাও খুব লাভ হয়ে থাকেন ।
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম অল্প টাকা জমা করার সুবিধা দেওয়ার পাশাপাশি ভালো সুদও দিয়ে থাকে ৷ আর সবচেয়ে বড় বিষয় হল এই স্কিমে সরকারি গ্যারেন্টি রেয়েছে ৷ মার্কেট লিঙ্কড না হওয়ায় বিনিয়োগকারীদের রিটার্ন এক প্রকার গ্যারেন্টিড ৷ পোস্ট অফিসের আরডি-তে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ পোস্ট অফিসে রেকারিং ডিপোজিটের অ্যাকাউন্ট ৫ বছরের জন্য খোলা হয়ে থাকে ৷
আরডি-তে সুদ কম্পাউন্ডিং হিসেবে যোগ করা হয় ৷ ফলে আরডি-র যত বেশি দিনের জন্য করবেন তত বেশি লাভ হবে ৷ পোস্ট অফিস যেখানে আরডি-তে ৫.৮ শতাংশ সুদ দিচ্ছে সেখানে ব্যাঙ্ক এর থেকে কম সুদ দিচ্ছে ৷ আরডি-তে প্রত্যেক মাসে ন্যূনতম ১০০ টাকা জমা করতে হবে ৷ অধিকতম আপনি যত ইচ্ছে টাকা জমা করতে পারবেন ৷ এর কোনও লিমিট নেই ৷
প্রত্যেক ত্রৈমাসিকে আরডি-র সুদের হার বদলাতে থাকে ও আপনার অ্যাকাউন্টে যুক্ত করে দেওয়া হয় ৷ এই হিসেব অনুযায়ী, ৫ লক্ষ টাকার ফান্ড জমা করার জন্য ১০ বছরের জন্য প্রত্যেক মাসে আপনাকে ৩০০০ টাকা জমা করতে হবে ৷ তবে ৫.৮ শতাংশ সুদ থাকলে এটা সম্ভব হবে ৷ মোট ৩.৬০ লক্ষ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে ৷ এবং সুদ হিসেবে আপনি পেয়ে যাবেন অতিরিক্ত ১.৪০ লক্ষ টাকা ৷
যে কোনও ব্যক্তি নিজের নামে আরডি খুলতে পারবেন ৷ তবে কেবল নিজের নামে বা জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে আরডি খোলা যাবে ৷ পরিবার (HUF) বা সংস্থার নামে আরডি খোলা যাবে না ৷
Highlights
১. পোস্ট অফিসের আরডি-তে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে
২. পোস্ট অফিস যেখানে আরডি-তে ৫.৮ শতাংশ সুদ দিচ্ছে সেখানে ব্যাঙ্ক এর থেকে কম সুদ দিচ্ছে
৩. আরডি-তে প্রত্যেক মাসে ন্যূনতম ১০০ টাকা জমা করতে হবে
#Post Office #RD #Interest