Bangla News Dunia,শারদীয়া রায়: – আগামীকাল বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই গ্রহণে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৯ শতাংশ। জ্যোতির্বিজ্ঞানীরা সেজন্যই একে অভিহিত করছেন গভীরতম গ্রহণ বলে। সূর্যের আলোকোজ্জ্বল গোলাকার অংশের সামান্যই দৃশ্যমান হবে এই গ্রহণে। উত্তরের দিক থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ বেশি করে দৃশ্যমান হবে । উত্তর ভারতের উপর দিয়ে এই সূর্যগ্রহণের পথ যাবে বলে কলকাতায় এই বলয়গ্রাস সূর্যগ্রহণদেখা যাবে না।
সল্টলেকের ‘পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার’-এর তরফে শনিবার জানানো হয়েছে যে কলকাতায় আংশিক সূর্যগ্রহনই দেখতে পাওয়া যাবে। তবে আকাশ মেঘাছন্ন থাকলে তাও দেখতে পাওয়ার সম্ভবনা কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে আকাশ পরিষ্কার থাকলে টানা প্রায় সাড়ে তিন ঘন্টা এই সূর্যগ্রহণ দেখতে পারবে কলকাতাবাসী। পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন কলকাতায় আংশিক গ্রহণ শুরু হবে ঠিক সকাল ১০টা ৪৬ মিনিটে। আর সেই গ্রহণ শেষ হবে দুপুর ২টো ১৭ মিনিটে। কলকাতায় সূর্যের ৬৬ শতাংশ ঢাকা পড়বে। আর বলয়গ্রাসে উত্তর ভারতে ঢাকা পড়বে সূর্যের ৯৯ শতাংশই।
অন্যদিকে রাজস্থানের ঘরসানা থেকে শুরু হবে বলয়গ্রাস, শেষ হবে দেহরাদুন পেরিয়ে উত্তরাখণ্ডের যোশীমঠে। আংশিক গ্রহণ দেখা যাবে গুজরাতের ভুজ থেকে। আংশিক গ্রহণ শেষ হবে অসমের ডিব্রুগড়ে। ভুজে আংশিক গ্রহণ শুরু হবে সকাল ৯টা ৫৮ মিনিটে। ডিব্রুগড়ে গ্রহণ শেষ হবে দুপুর ২টো ২৯ মিনিটে।
কাল দীর্ঘতম দিন। আর দীর্ঘতম দিনে বলয়গ্রাস সূর্যগ্রহণ বিরল ঘটনা। পরবর্তী সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে ২ বছর ৪ মাস পর অর্থাৎ ২০২২-এর ২৫ অক্টোবর। এর পর সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ ২০৩৪ সালে। ভারত ছাড়াও আগামীকালের বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে আফ্রিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ভারত মহাসাগরীয় অঞ্চল, ইউরোপের কিছু অংশ ও অস্ট্রেলিয়ায়। কোনও এক জায়গায় গ্রহণ দেখা যাবে প্রায় সাড়ে ৩ ঘণ্টা। ‘রিং অফ ফায়ার’ দেখা যাবে কঙ্গোয়। ভারতীয় সময় অনুযায়ী সকাল ১০.২৬ মিনিটে কঙ্গোয় দেখা যাবে এই বিরল মহাজাগতিক ঘটনা।
Highlights
১. কাল বলয়গ্রাস সূর্যগ্রহণ
২. আকাশ পরিষ্কার থাকলে প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে এই গ্রহণ দেখতে পারবে কলকাতাবাসী।
৩. পরবর্তী গ্রহণ দুই বছর পরে
৪. এটি বিরলতম সূর্যগ্রহণ
# Solar Eclipse | # Sun | # Kolkata