এই বছরই 5G ইন্টারনেটের স্বাদ পেতে পারেন আপনি।

By Bangla news dunia Desk

Published on:

Bangla news dunia, শিখা দে :- বর্তমানে আমাদের দেশে 4G টেলিকম সার্ভিস চালু আছে। তবে খুব তাড়াতাড়ি আপনি 5G ইন্টারনেট সার্ভিসের স্বাদ পেতে পারেন। 5G ইন্টারনেট সার্ভিস , বর্তমানে চালিত 4G ইন্টারনেট সার্ভিস থেকে ১০ থেকে ১০০ গুন বেশি স্পীডের হতে পারে। যার মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার মোবাইল ও কম্পিউটারের ভিতরে সমস্ত কাজ করতে পারবেন।

২০২০ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে 5G ইন্টারনেটের ট্রায়াল শুরু হতে পারে। এছাড়া ও এই বছরের শুরুতেই 5G ইন্টারনেটের জন্য নিলামের ব্যবস্থা করতে পারে কেন্দ্র সরকার। আর সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষের দিকে আপনার মোবাইল ও কম্পিউটারে আপনি 5G ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবেন।

এই 5G পরিষেবা ব্যবহারের জন্য আপনাকে কিছু বেশি পয়সা দিতে হতে পারে। তবে এই হাইস্প্রীড ইন্টারনেট পরিষেবা চালু হলে দেশের অর্থনীতির উন্নতি হতে পারে। এই হাইস্পীড ইন্টারনেটের মাধ্যমে অনলাইন সমস্ত কিছু অর্ডার করা সহজ হয়ে যাবে। এছাড়া এই 5G ইন্টারনেটের মাধ্যমে সমস্ত সরকারি কাজ ঘরে বসেই করতে পারবে। এই ইন্টারনেট ব্যাবস্থা হয়তো আপনার জীবনকে আর সহজ ও আরামদায়ক করে তুলবে।

[ আরো পড়ুন :- পাক সেনা ফের জঙ্গি মজবুত করছে ,নজর রাখছে ভারত ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন