Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রবিবারই কি ধ্বংসের শুরু? নাকি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী? এই দিনই কি বিশ্ব থেকে বিদায় নেবে করোনা ভাইরাস? সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাচ্ছে, সূর্যগ্রহণের আলোচনাকে ঘিরেই উঠে আসছে এই সমস্ত প্রসঙ্গ। না, এর নেপথ্যে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আর ঠিক এই কারণেই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারের বলয়গ্রাস সূর্যগ্রহণ। তবে সূর্যগ্রহণ দেখার আগে জনসাধারণের জন্য নয়া গাইডলাইন জারি করল কেন্দ্র।
বলয়গ্রাস সূর্যগ্রহণে একটু একটু করে সূর্যকে ঢেকে দেবে চাঁদ। তবে পুরো অন্ধকার না হয়ে তৈরি হবে আগুনের আংটি বা রিং অফ ফায়ার। আংশিক গ্রহণ শুরু হবে সকাল ৯টা ১৫ নাগাদ। শেষ হবে বেলা ৩.০৪ মিনিটে। ৯টা ৫৮ মিনিটে দেশে প্রথম গ্রহণ দেখা যাবে ভুজ থেকে। গুজরাটের পাশাপাশি রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ডের কিছু অংশ থেকে তা দৃশ্যমান হবে। তবে বাংলা থেকে পুরোপুরি সূর্যগ্রহণ কোনওভাবেই দেখা যাবে না। আবার আকাশে মেঘ থাকলে সূর্যগ্রহণ দেখার সম্ভাবনা আরও কমবে। কলকাতায় সকাল ১০.৪৬ নাগাদ দেখা যেতে পারে গ্রহণ।
কী করবেন—-
১. সূর্যকে নিরীক্ষণ করার বিশেষ গগলস বা সানগ্লাস , দেখার সময় সেটি অবশ্যই যেন চোখে থাকে।
২. সূর্যগ্রহণের সময় আশপাশের ঝোপে কিংবা গাছের ছায়ার দিকে নজর রাখুন। গ্রহণের নানা আকার মাটির উপর পড়া সেই ছায়ায় খুঁজে পাবেন।
৩. খালি চোখে গ্রহণ দেখার ক্ষেত্রে চোখের সামনে ধরুন ওয়েল্ডার গ্লাস #13 অথবা #14।
কী করবেন না–
১. ভুল করেও খালি চোখে সূর্যের দিকে তাকাবেন না। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকী দৃষ্টিশক্তিও হারাতে পারেন।
২. সাধারণ সানগ্লাস কিংবা গগলস পরে গ্রহণ দেখার চেষ্টাও করবেন না।
৩. এক্স-রে প্লেট অথবা হ্যারিকেনের কালিমাখা কাচের মধ্যে দিয়ে সূর্যগ্রহণ না দেখারই পরামর্শ দিচ্ছে PIB।
৪. জলের মধ্যেও সূর্যগ্রহণের প্রতিবিম্ব দেখবেন না।
Highlights
1. কীভাবে দেখবেন সূর্যগ্রহণ
2. খালি চোখে গ্রহণ দেখার ক্ষেত্রে চোখের সামনে ধরুন ওয়েল্ডার গ্লাস
# Solar eclipse