Bangla News Dunia : S. Datta Roy – সংঘাতের এতদিন পরেও গালওয়ান উপত্যকায় ভারতীয় ভূ -খন্ডে চীনের সেনার অবস্থান এখনো অব্যাহত। তাই ভারতও নজরদারি বাড়াচ্ছে। সেই সঙ্গে ভারতীয় বায়ুসেনা লাদাখে কমব্যাট প্যাট্রল চালু করেছে। অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে দরবুক -দৌলৎবাগ ওল্ডি রাস্তা তৈরির কাজেও। এদিকে জম্মু -কাশ্মীরের আকাশে একাধিক যুদ্ধ বিমানকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। বায়ুসেনার প্রধান আরকেএস ভাদোরিয়া জানান যে যোগ্য জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। প্রয়োজনে বায়ুসেনা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
এই উপমহাদেশের নিরাপত্তার জন্যই সেনাকে সবসময় তৈরী থাকতে হয়। গালওয়ানের গন্ডগোলের পর দরবুক থেকে দৌলৎবেগ ওল্ডি রাস্তা বানানোর কাজে আরও বেশি সেনা রাখার সিদ্ধান্ত হয়েছে। এই রাস্তা তৈরী হলেই ভারতীয় সেনাবাহিনী কারাকোরাম অবদি পৌঁছতে পারবে সহজেই। এই রাস্তা নির্মাণের কাজেই বাধা সৃষ্টি করছে চীন। এই রাস্তাটি যেহেতু প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এগিয়েছে তাই ওই দীর্ঘি অঞ্চল জুড়ে চীনা অনুপ্রবেশের সম্ভাবনা আছে। আর তেমন হলে রাস্তা তৈরির কাজটাই আটকে যাবে।
সেনা সূত্রের মতে -এই মুহূর্তে গালওয়ান উপত্যকায় ২৩ টা জায়গায় চীনের সেনাবাহিনী নজরদারি কাঠামো গড়ে তুলেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র শ্রীবাস্তব বলেন -গালওয়ান উপত্যকা কাদের তা ঐতিহাসিক ভাবেই প্রমাণিত। অতীতে তাদের যে অবস্থান ছিল সেটাই এখন মানতে চাইছে না বেজিং।
Highlights
১. অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে দরবুক -দৌলৎবাগ ওল্ডি রাস্তা তৈরির কাজেও।
২. গালওয়ান উপত্যকা কাদের তা ঐতিহাসিক ভাবেই প্রমাণিত।
৩. ভারতীয় বায়ুসেনা লাদাখে কমব্যাট প্যাট্রল চালু করেছে।
# ভারত # গালওয়ান উপত্যকা # চিনা সেনাবাহিনী