গালওয়ান নিয়ে ভারতের দাবি ঐতিহাসিক ,জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –  বেজিং এর বক্তব্য হল – লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা ভারতীয় ভারতীয় সেনা অতিক্রম করেছিল বলেই সংঘাত সৃষ্টি হয়েছে। কিন্তু দিল্লি জানায় -ভারতীয় সেনা সম্পর্কে চীনের এরকম দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র শ্রীবাস্তব  জানান -‘ গালওয়ান উপত্যকা সম্পর্কে ভারতের দাবি ঐতিহাসিক ভাবেই স্পষ্ট। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে চীনের নয়া দাবি গ্রহণযোগ্য নয়। এই দাবি তাদেরই আগের অবস্থানের সঙ্গে মিলছে না। ‘ ভারতীয় সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণ রেখা সম্পর্কে সচেতন।

Indian Armi in Galwan Valley

ভারত তার নিজের এলাকাতেই পরিকাঠামো তৈরী করছে। শ্রীবাস্তব জানান -মে মাসের শুরু থেকেই চীনা সেনা ভারতের নজরদারির পথে বাধা দিতে শুরু করে। আর মে মাসের মাঝামাঝি সময়ে চীন সীমান্তের পশ্চিম অংশে ঢোকার চেষ্টা করে।

৬ জুন দুই দেশের সেনার মধ্যে কোর কমান্ডার স্তরে  বৈঠক হয়। সেখানে স্থির হয় -প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পরিবর্তন হতে পারে এরকম কোনো কাজ কোনো পক্ষই করবে না। কিন্তু চীনের সেনাবাহিনী সীমানাপেরিয়ে ঘাঁটি গড়ার কাজ শুরু করে দিলে ভারতীয় সেনা তাতে বাধা দিলে তখনই চীন হামলা করে।

Highlights

১.  শ্রীবাস্তব  জানান -‘ গালওয়ান উপত্যকা সম্পর্কে ভারতের দাবি ঐতিহাসিক ভাবেই স্পষ্ট।

২.   ভারত কখনো প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরোয়নি। 

৩.  সীমান্তের সব জায়গাতেই সেনা টহল দিচ্ছে। 

চীন -ভারত   #  সীমান্ত সংঘাত   #  লাদাখ 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন