Bangla News Dunia,শারদীয়া রায়: – করোনা ভাইরাসের টিকা আবিষ্কার আবিষ্কার করা হয়ে গেছে। এমনি চাঞ্চল্যকর দাবি করলো নাইজেরিয়ার বিজ্ঞানীরা। তবে এই টিকা আপাতত আফ্রিকার বাসিন্দাদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। এরপরে বিশ্বের অন্যান্য দেশগুলির কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ওই বিশেষজ্ঞরা।
ভ্যাকসিন আবিস্কারক দলের প্রধান গবেষক ও মেডিক্যাল ভাইরোলজি স্পেশালিস্ট ড. ওলাদিপো কোলাওলে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে এই টিকার এখনো পর্যন্ত কোনো নামকরণ হয়নি। যে সব গবেষকরা এই ভ্যাকসিন আবিষ্কারের সাথে যুক্ত তারা বিভিন্ন এলাকা ঘুরে কোভিড-১৯ এর জিনোম সিকোয়েন্স সংগ্রহ করেন। এই জিনোম সিকোয়েন্সের উপরে নির্ভর করেই বানানো হয়েছে এই টিকা। আফ্রিকানদের উপরে এই টিকা প্রয়োগ করে যদি সাফল্য আসে তবেই বিশ্বের অন্যান্য দেশে করোনা আক্রান্তদের উপরে এই টিকা প্রয়োগ করা হবে। এই ভ্যাকসিনটির মুক্তি পেতে এখনো ১৮ মাস সময় লাগবে বলে জানিয়েছেন ওই গবেষকরা।
এই কাজে যুক্ত চিকিসকরা জানিয়েছেন বিশ্ব বাসীর উপরে প্রয়োগ করা আগে এই টিকা নিয়ে সবার সাথে আলোচনা করে এবং আরো পরীক্ষা নিরীক্ষার পরেই বাজারজাত করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও ভারতের মতো দক্ষিণ আমেরিকার দেশ মেক্সিকোতেও মৃতের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আমেরিকায় মৃতের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গেছে। করোনা মহামারী বৃদ্ধি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংখ্যা নতুন করে সতর্কতা করেছেন।
অন্যদিকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে করোনার প্রতিষেধক নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে । ইতিমধ্যেই হাজারের বেশি মানুষের উপরে তা প্রয়োগও করা হয়েছে। তবে সেপ্টেম্বরের আগে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে না বলে জানিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যাও প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে
Highlights
১. নাইজেরিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন যে তারা করোনার টিকা আবিষ্কার করেছেন।
২. তবে শুধুমাত্র আফ্রিকার অধিবাসীদের উপরেই এই টিকা প্রয়োগ করা হবে।
৩. এই টিকার এখনো পর্যন্ত কোনো নামকরণ করা হয়নি।
# Corona | # Nigeria | # Vaccine