উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী ! কারণ এই কেন্দ্রে বিজেপির সাথে লড়াই কঠিন

By Bangla News Dunia Dinesh

Published on:

mamata

Bangla News Dunia , রাজীব ঘোষ :  উত্তর কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ১০ জুলাই। এখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। জোরদার প্রচার শুরু হয়ে গিয়েছে। কিন্তু ইতিমধ্যেই একাধিক অভিযোগ আসতে শুরু করেছে মানিকতলা বিধানসভা কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে। যা দলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে। মানিকতলা কেন্দ্রের প্রস্তুতি নিয়ে এক বৈঠক ডাকা হয় তৃণমূলের তরফে। সেই বৈঠকে যা উঠে এসেছে, তার রীতিমতো চমকে দিতে পারে।

এমনিতেই কলকাতা পুরসভার কাউন্সিলরদের মধ্যে দলাদলি, মারপিট, গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। তাকে কেন্দ্র করে একেবারে নাজেহাল অবস্থা। তার মধ্যে তৃণমূল নেতা কুণাল ঘোষ বৈঠকে অভিযোগ করেন, মানিকতলা কেন্দ্রের মধ্যেই পড়ে ক্যানাল ইস্ট রোডে কুমোরপাড়ায় যে সমস্ত শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরি করছেন, তাদের কাছ থেকে প্রতিমা পিছু তোলা চাইছে স্থানীয় তৃণমূলের কয়েকজন। শুধু তাই নয়, প্রতিমার সংখ্যা থেকে শুরু করে প্রতিমার উচ্চতা অনুযায়ী সেই দর বেঁধে দেওয়া হচ্ছে। এই ধরনের অভিযোগ দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে এসে পৌঁছেছে বলে জানিয়ে দেন কুণাল ঘোষ। এতদিন পর্যন্ত অন্যান্য ব্যবসায়ীর ক্ষেত্রে তোলা নেওয়ার একটা প্রচলন ছিল।

এবার কুমোরপাড়ায় যে সমস্ত শিল্পীরা প্রতিমা তৈরি করছেন সেখানেও যে তোলা চাওয়া যেতে পারে, তা দেখিয়ে দিল তৃণমূল। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের জয়ী সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের জয়ের লিড এই মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে ছিল মাত্র সাড়ে তিন হাজার।

ফলে তৃণমূলকে যে যথেষ্ট বেগ পেতে হচ্ছে মানিকতলায় সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আর তার উপরে যদি এই ধরনের তোলাবাজির অভিযোগ আসতে থাকে, তাহলে সাধারণ ভোটাররা ভোটের দিন কি করবেন তা নিয়েও যথেষ্ট সন্দিহান দলীয় নেতৃত্ব। তাই অবিলম্বে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন