এইচ-১বি ভিসায় কি বিধিনিষেধ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- এইচ-১বি ভিসায় কি বিধিনিষেধ? মার্কিন মুলুকে কর্মসংস্থানের আশায় থাকা ভারতীয়দের জন্য বেশ উদ্বেগজনক খবর। লকডাউনের জেরে বেকারত্বের সঙ্কট সামলাতে  বিদেশি কর্মীদের এইচ-১বি-সহ নানা ভিসায় বিধিনিষেধ আরোপ করার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বেকারত্ব বৃদ্ধি পেয়েছে আমেরিকায়

এইচ-১বি ভিসা নিয়ে আমেরিকায় কাজ করতে যাওয়া বেশির ভাগ বিদেশি কর্মীদের মধ্যে ভারতীয় ও চিনের বাসিন্দাই সবচেয়ে বেশি। ফলে ট্রাম্প প্রশাসন তাতে বিধিনিষেধ আরোপ করলে সমস্যায় পড়বেন বহু ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী। এইচ-১বি ছাড়াও এইচ-২বি এবং এল-১-এ মতো ভিসাতেও বিধিনিষেধের কড়াকড়ি হতে পারে বলে জানা গিয়েছে। ফলে ভিসায় বিধিনিষেধ আরোপ করা হলে ভারতীয়-সহ প্রায় ২ লক্ষ ৪০ হাজার বিদেশির ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে। যদিও ট্রাম্পের দাবি, বিধিনিষেধ আরোপ করা হলেও আমেরিকায় কর্মরত বিদেশিদের একাংশ কোনও সমস্যায় পড়বেন না।

শনিবার একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, পরের দিন রবিবার অথবা সোমবার ভিসা-সংক্রান্ত বিষয়ে ঘোষণা করবেন তিনি। পাশাপাশি, ট্রাম্প এ-ও জানিয়েছিলেন, ভিসা নিয়ে কড়াকড়ি হলেও তাতে অতি সামান্যই ব্যতিক্রম থাকবে। ট্রাম্প প্রশাসনের এই নীতিতে অনিশ্চতার মুখে বহু কর্মীর ভবিষ্যৎ। আমেরিকার গত অর্থবর্ষেই এইচ-১বি ভিসার অনুমোদন পেয়েছিলেন প্রায় ১ লক্ষ ৩৩ হাজার কর্মী। এল-১ ভিসার সাহায্যে ১২ হাজারেরও বেশি অস্থায়ী কর্মী আমেরিকায় গিয়েছিলেন। সেই সঙ্গে ৯৮ হাজার কর্মীকে এইচ-২বি ভিসা দেওয়া হয়েছিল। ফলে ব্যতিক্রম মাথায় রেখেও ট্রাম্পের ঘোষণার ফলে সমস্যায় পড়তে পারেন ২ লক্ষ ৪০ হাজার বিভিন্ন দেশের বিদেশি কর্মী।

কিছু মহল সূত্রে খবর , ট্রাম্পের প্রস্তাবে এইচ-২বি ভিসাধারীদের ১৮০ দিনের জন্য আমেরিকায় ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

Highlights

1. এইচ-১বি ভিসায় কি বিধিনিষেধ?

2. ভারতীয়-সহ প্রায় ২ লক্ষ ৪০ হাজার বিদেশির ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে

# এইচ-১বি # Trump

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন