Bangla News Dunia : S. Datta Roy – চীন এবার বাংলাদেশকে নিজের দিকে টানতে চাইছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে -১ জুলাই থেকে বাংলাদেশের ৯৭ % পণ্য রপ্তানিতে কোনো শুল্ক ধার্য করবে না চীন। এছাড়াও বেজিং জানায় -কোভিদের সংক্রমণ ঠেকাতে তারা যদি কোনো প্রতিষেধক আবিষ্কার করে তাহলে সেটা বিক্রিতে বাংলাদেশকে অগ্রাধিকার দেবে তারা। ভারতের সঙ্গে বাংলাদেশের বহুদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশের সাথে ভারতের সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক দিয়ে গভীর যোগাযোগ আছে।
মহারাষ্ট্র সরকার সোমবার ৩ টি চীনা সংস্থার সাথে ৫০০০ কোটি টাকার একটি প্রকল্পের মউ চুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। মহারাষ্ট্রের শিল্প মন্ত্রী জানান -কেন্দ্রের সঙ্গে আলোচনার পরেই তাদের এই সিদ্ধান্ত। ইন্দো -চীন সীমান্তে সমস্যা এবং ভারতীয় সেনা হত্যার অনেক আগে এই চুক্তি গুলি করা হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন -লাদাখ সীমান্তে চীনের আগ্রাসনের একটা বড় কারণ হল ভারতের সীমান্তবর্তী পরিকাঠামো —-রেল ,রাস্তা ,ব্রিজ ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠাকে ভালোভাবে দেখছে না চীন।
অপর কারণটি হল- আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা ইন্দো প্যাসিফিক ডেটারেন্স ইনিশিয়েটিভ বা ভারত প্রশান্ত মহাসাগরের প্রতিরক্ষা উদ্যোগে ভারত যেন যোগ না দেয়। গত ১১ জুন একটি আইন পাস করে মার্কিন সেনেট। এই প্রকল্পের উদ্দেশ্য হল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো আগ্রাসন ঠেকাতে সদস্য দেশগুলির প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানো। এই দেশগুলির মধ্যে আছে -ভারত ,জাপান ,অস্ট্রেলিয়া ,তাইওয়ান।
Highlights
১. ১ জুলাই থেকে বাংলাদেশের ৯৭ % পণ্য রপ্তানিতে কোনো শুল্ক ধার্য করবে না চীন।
২. চীন করোনা প্রতিষেধক বিক্রিতে বাংলাদেশকে অগ্রাধিকার দেবে।
৩. লাদাখ সীমান্তে চীনের আগ্রাসনের একটা বড় কারণ হল ভারতের সীমান্তবর্তী পরিকাঠামো।
# চীন # বাংলাদেশ # বাণিজ্য