Bangla News Dunia , অমিত : একমাসও হয়নি লোকসভা ভোট সম্পন্ন হয়েছে। ১ জুন লোকসভা ভোটের শেষ দফার ভোট ছিল। আর ৪ঠা জুন লোকসভা ভোটের রেজাল্ট ঘোষণা হয়েছে। তারপরেই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। আর উপ নির্বাচনে প্রতিটি দলই তাদের প্রার্থী ঘোষণা করেছে ও প্রার্থী নিজের প্রচার শুরু করেছে।
তবে এইবার সকলের নজরে থাকবে কলকাতার মালিকতলা বিধানসভা কেন্দ্র। কারণ একসময় শহরাঞ্চল তৃণমূলের গড় হিসাবে পরিচিত ছিল কিন্তু ২০২৪ এর লোকসভা নির্বাচনে ঠিক তার উল্টোটা দেখা যায়। তৃণমূলের শক্ত গড় শহরাঞ্চল কিছুটা ধসতে শুরু করেছে। আর তার কারণ, তৃণমূলের দুর্নীতি, উন্নয়নমূলক কোনো কাজ না করা ইত্যাদি। আর তা নিয়েই ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। নিজের নেতাদের ও কাউন্সিলরদের আদেশ দিয়েছেন শহর অঞ্চলে উন্নয়নমূলক কাজ করার ও দুর্নীতি বন্ধ করার।
আর ইতিমধ্যেই শহর অঞ্চলের বিভিন্ন এলাকায় অবৈধ ফুটপাত অধিগ্রহণ থেকে দোকানদারদের সরাতে শুরু করেছে রাজ্য সরকার। তবে এইবার মানিকতলা কেন্দ্র সকলের কাছে গুরুত্বপূর্ণ। কারণ বিগত কয়েক দশক ধরে তৃণমূলের সাধন পাণ্ডে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিধায়ক হয়ে আসছেন। যখন তৃণমূল রাজ্যে ক্ষমতায় ছিল না তখনও সাধন পান্ডে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে বিধায়ক নির্বাচিত হতেন কিন্তু বিগত দিনে তার মৃত্যু হয়েছে, আর যার ফলে ওই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে গেছে।
ওই বিধানসভা কেন্দ্রে এইবার উপ নির্বাচন হচ্ছে। এই উপনির্বাচনে ওই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়াই করছেন সাধন পান্ডের স্ত্রী সুক্তি পান্ডে। আর ওই বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে লড়াই করছেন কল্যাণ চৌবে। তবে গত লোকসভা ভোটে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল মাত্র তিন হাজারের কিছু বেশি ভোটে এগিয়েছিল। ফলে মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিজেপির থেকে খুব এগিয়ে ছিল না। আর এরই সাথে বর্তমানে সাধন পাণ্ডে জীবিত নেই, যার ফলে এইবার ওই কেন্দ্রে বিজেপির জয় অনেকটা সহজ হয়ে গিয়েছে।
আর আজ ওই কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে মানিকতলা বিধানসভা কেন্দ্রের ১১ নম্বর ওয়ার্ডে প্রচার চালান। তিনি আজ সন্ধ্যায় ১১ নম্বর ওয়ার্ডের সাইবাবার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। প্রচারের মাঝে মাঝে তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন, রাস্তার দুই পাশে দাঁড়ানো মানুষের সাথে কথা বলেন, তাদের অসুবিধা তিনি জানতে চান, তারা আগামী দিনে কাকে চাইছে তা জানতে চান।
এছাড়া তিনি হাতিবাগান বাজারে গিয়েও প্রচার করেন। যেখানে ওই এলাকার মানুষ সন্ধ্যে হলেই বাজার করতে আসেন। তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেন, তিনি সাধারণ মানুষকে বলেন আপনারা উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দিন। বিগত কয়েক দশক ধরে তৃণমূলকে এই কেন্দ্রে জয়ী করে আসছেন আপনারা কিন্তু উন্নয়নের কোনো ছিটেফোঁটাও দেখতে পাওয়া যায় না এই বিধানসভা কেন্দ্রে। তাই নিজেদের স্বার্থে, উন্নয়নের সাথে বিজেপিকে জয়যুক্ত করুন।