Bangla News Dunia , অমিত : দেশ তথা রাজ্যে লোকসভার ভোট সম্পন্ন হয়েছে তা এখন পর্যন্ত এক মাসও হয়নি। কিন্তু তার মধ্যেই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন এর দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আর এই চার কেন্দ্রের মধ্যে রয়েছে কলকাতার মানিকতলা বিধানসভা। এইবার এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে আজ মালিকতলা বিধানসভা এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের কবিরাজ বাগান ও ক্যানেল ইস্ট রোড সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গায় সন্ধ্যে ছটা থেকে সাতটা পর্যন্ত ভোট প্রচার করেন।
তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের থেকে তাদের এলাকার বিভিন্ন অসুবিধার কথা জানতে চান। তিনি বলেন, আপনাদের এলাকায় বিভিন্ন অসুবিধাও রয়েছে, যা আমি এলাকায় ঘুরে নিজেও চোখে দেখতে পাচ্ছি। তবে আপনারা যেহেতু এই এলাকার বাসিন্দা, আপনারা ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচন করেন। তাই আপনাদের হাতেই ক্ষমতা রয়েছে আপনাদের এলাকার উন্নয়ন করার। কারণ আপনাদেরই সঠিক প্রতিনিধি বেছে নিতে হবে যে আপনার এলাকার উন্নয়ন করতে পারে।
বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে আরো বলেন, বিগত কয়েক বছর নয়, কয়েক দশক ধরে তৃণমূল ও তৃণমূলের একজন বিধায়ক যিনি বর্তমানে এই পৃথিবীতে নেই তিনি এই কেন্দ্রে জয়যুক্ত হয়ে এসেছেন। কয়েক দশক ধরে যিনি এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি আপনাদের এলাকার উন্নয়ন করতে পারেনি। রাজ্যের আর কোথাও উন্নয়ন হোক বা না হোক আপনাদের এলাকার উন্নয়ন হওয়ার তো দরকার ছিল। কারণ কয়েক দশক ধরে একই ব্যক্তি একই পার্টির হয়ে বিধায়ক হয়েছে, তাহলে কি তিনি বিধায়ক হয়েই গায়েব হয়ে যেতেন।
কল্যাণ চৌবে আরো বলেন, আজ সেই বিধায়কের স্ত্রী আবার তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন। আপনারা যেই ভুল বিগত কয়েক দশক ধরে করেছেন সেই একই ভুল আগামী দিনেও করতে চাইছেন। আপনারা যদি উন্নয়ন চান, আপনাদের বুনিয়াদি সুবিধার চান, তাহলে অবশ্যই উন্নয়নের কান্ডারী বিজেপির হাত শক্ত করুন। আপনাদের একটি ভোট আপনাদের ও আপনাদের পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর জীবন দিতে পারে। তিনি তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, তৃণমূল সরকার রাজ্যে কোন উন্নয়ন করেনি, শুধু দুর্নীতি করেছে।
আর আজ মানুষ যখন জাগ্রত হয়েছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘুম ছুটেছে। তাই আজ তিনি এক দশকের উপরে সময় ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার পরেও ব্রিটানিয়া কম্পানি রাজ্য ছেড়ে যাচ্ছে। যেখানে বিভিন্ন বড় বড় কোম্পানি দেশের বিভিন্ন রাজ্যে গিয়ে নিজেদের ব্যবসা করছে, ফ্যাক্টরি তৈরি করছে, সেখানে বাংলা থেকে বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের কারখানা গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে তৃণমূলের উন্নয়ন। আপনারা কি তৃণমূলের এমন উন্নয়ন চান ?