Bangla Newa Dunia, শিখা দে :- আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদী ভারতীয় ব্যাবসায়ীদের সাথে একটি ব্যাবসায়ী সাবমিটে এসে ভাষণ দিয়ে বলেন যে ভারতের ৫ ট্রিলিয়ান ডলারের অর্থ ব্যবস্থা হবার পথে অনেক বাধা আসবে ,তবে আমাদের এই বাধা পারকরে যেতে হবে। আর এই সাথেই প্রধানমন্ত্রী কির্লোস্কার গ্রূপকে তার ১০০ বছর পূর্ণ হবার জন্য ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী তার ভাষণে BHIM ও উজ্জলা যোজনা সমন্ধে বলেন যে বর্তমানে দেশের লোক ২৪*৭ ব্যাঙ্কিং সুভিধা পেয়ে থাকে। আর বর্তমানের যুব সমাজ এই যোজনাটিকে নিজের করে নিয়েছে। আর প্রধানমন্ত্রী উজ্জলা যোজনা সমন্ধে বলতে গিয়ে বলেন যে উজ্জলা যোজনার আগে একটি LED বাল্ব কত দাম ছিল। আর সরকারের উজ্জলা যোজনার পর থেকে এর দাম কমতে থাকে , তিনি বলেন গত ৫ বছরে অনেক স্ট্রিট লাইট বদলে LED লাইট করে দেওয়া হয়েছে। আর এই LED বাল্বের গুরুত্ব যখন সাধারণ মানুষ জানতে পারেন তখন সাধারণ মানুষ এই বাল্ব ব্যবহার করতে শুরু করেন।
এছাড়া তিনি ভারতের ব্যাবসায়ী সমাজকে দেশের কাজে আরো এগিয়ে আস্তে বলেন। এই দিন প্রধানমন্ত্রীর সাথে দেশের বড় বড় ব্যাবসায়ীরা দেখা করেন যাদের মধ্যে রতন টাটা ও মুখেশ আম্বানি ও ছিলেন।