Bangla News Dunia, S. Datta Roy :- চীন মুখে যতই বলুক যে তারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি কিন্তু বাস্তবটা ঠিক তার উল্টো। উপগ্রহ চিত্র ও সেনাসূত্রে পাওয়া খবর অনুযায়ী -ভারতীয় ভূ -খন্ডের বেশ কিছু জায়গায় এখনো চীনের সেনা ঘাঁটি গেড়ে বসে আছে। বৃহস্পতিবার সেনা সূত্রে পাওয়া খবর -প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এদিকে ভারতের ভূ -খন্ডে প্রায় ১২-১৪ কিমি ভেতরে ঘাঁটি গেড়ে বসে আছে চীনা সেনা। পূর্ব লাদাখের দৌলতবাগ ওল্ডি ,প্যাংগং লেক ,ডেপসাং। চুমার ,গালওয়ান উপত্যকা ,চুসুল প্রভৃতি এলাকায় চীনের সেনাবাহিনীর অবস্থান এখনো অব্যাহত।
পিপি ১৪ ছাড়াও অন্যান্য জায়গাতেও সেনা বাড়িয়েছে বেজিং। ভারতের দাবি -১৯৯৩ ও অন্যান্য চুক্তিতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি রক্ষার যে সিদ্ধান্ত হয়েছিল চীন তা মানেনি। চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মে মাস থেকেই সেনা ও অস্ত্র বাড়ানোর কাজ করছিলো ,তাই ভারতও বাধ্য হয়ে সেনা মোতায়েন বাড়ায় আর তাতেই সংঘাত। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে -গালওয়ান উপত্যকায় ভারতের মাটিতে মোট ৬৫ টি পিপি আছে ,তার মধ্যে যে পিপি গুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিজেদের অধীনে রাখতে চাইছে চীন।
১৫ জুন রাতের সংঘর্ষ পিপি ১৪ -র কাছেই হয়েছিল। প্যাংগং লেক ,ডিবিও ও ডেপসাং এলাকায় প্রচুর চীনা সেনা মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর -১৫ জুনের সংঘাতের পর একাধিক বার বৈঠক হয়েছে ,চীন গালওয়ান থেকে সেনা সরানোর প্রতিশ্রুতি দিলেও কার্যত নিজেদের অবস্থানে অনড়।
Highlights
১. প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এদিকে ভারতের ভূ -খন্ডে প্রায় ১২-১৪ কিমি ভেতরে ঘাঁটি গেড়ে বসে আছে চীনা সেনা।
২. চুমার ,গালওয়ান উপত্যকা ,চুসুল প্রভৃতি এলাকায় চীনের সেনাবাহিনীর অবস্থান এখনো অব্যাহত।
৩. চীন গালওয়ান থেকে সেনা সরানোর প্রতিশ্রুতি দিলেও কার্যত নিজেদের অবস্থানে অনড়।
# ভারত -চীন # সীমান্ত -সংঘর্ষ # লাদাখ