ভূয়ো লাইসেন্স থাকার জন্য ১৫০ জন পাইলট কে বসিয়ে দেওয়া হলো পাকিস্তানে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- পাকিস্তানের অসামরিক পরিবহণ মন্ত্রী ঘুলাম সরওয়ার খান জানিয়েছেন, দেশের অধিকাংশ বাণিজ্যিক বিমান চালকদের একটা বড় অংশই হয় ভুয়ো লাইসেন্স রাখছিলেন নয়তো অসাধু উপায়ে পরীক্ষায় পাশ করেছেন ৷ সে জন্যই ভুয়ো লাইসেন্স রাখার অভিযোগে পাকিস্তানে ১৫০ জনেরও বেশি পাইলটকে বসিয়ে দেওয়া হলো ।

গত মাসেই করাচিতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ভেঙে ৯৭ জনের মৃত্যু হয়েছিল ৷ সেই দুর্ঘটনার তদন্ত করতে গিয়েই এমন চাঞ্চল্যকর তথ্য এসেছে সরকারের হাতে ৷

পাকিস্তানের বিমান পরিবহণ মন্ত্রী জানান, করাচির ওই দুর্ঘটনার পাশাপাশি অন্য একটি দুর্ঘটনা নিয়ে বৃহত্তর তদন্ত শুরু করেছিল পাকিস্তানের সরকার ৷

২০১৮ সালের একটি দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে দেখা যায়, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির চালকের লাইসেন্স পুনর্নবীকরণের তারিখ হিসেবে উল্লিখিত দিনটিতে সরকারি ছুটি ছিল ৷ ফলে সেদিন তাঁর লাইসেন্স পুনর্নবীকরণের পরীক্ষা হওয়া সম্ভবই নয়৷ এর থেকেই প্রমাণিত হয়, তাঁর লাইসেন্সটিই ভুয়ো !

মন্ত্রী জানান, তদন্তে দেখা গিয়েছে দেশে কর্মরত ৮৬০ জন বিমানচালকের মধ্যে ২৬০ জনেরই লাইসেন্স হয় ভুয়ো নয়তো তাঁরা অসাধু উপায়ে পরীক্ষায় পাশ করেছেন ৷

Highlights

১. পাকিস্তানের অধিকাংশ বাণিজ্যিক বিমান চালকদের একটা বড় অংশই হয় ভুয়ো লাইসেন্স রাখছিলেন নয়তো অসাধু উপায়ে পরীক্ষায় পাশ করেছেন 

২. সে জন্যই ভুয়ো লাইসেন্স রাখার অভিযোগে পাকিস্তানে ১৫০ জনেরও বেশি পাইলটকে বসিয়ে দেওয়া হলো

৩. ২০১৮ সালের একটি দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে দেখা যায়, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির চালকের লাইসেন্স পুনর্নবীকরণের তারিখ হিসেবে উল্লিখিত দিনটিতে সরকারি ছুটি ছিল

#Licenseissue  #PakistanAirline  #Pilot

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন