লাগাম ছাড়া হচ্ছে সোনার দাম , উদ্বেগে ক্রেতারা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- লাগাম ছাড়া হচ্ছে সোনার দাম। মাথায় হাত ক্রেতাদের। গয়নার দোকানে খোঁজ করতে গিয়ে সবার চক্ষু চড়কগাছ! পাকা সোনা ছাড়িয়েছে ৫০,৭০০ টাকা (জিএসটি-সহ)। আর গয়নার সোনা ৪৮,০০০ টাকা।

পরিসংখ্যান বলছে , গত বছর জুনে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা জিএসটি-সহ ছিল ৩৩,৮৯০ টাকা। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি তা ছিল ৪১,৬০০ টাকা। তারপর দেখা যাচ্ছে ২৪ জুন দাম বেড়ে হয়েছে ৫০,৭৪৮ টাকা।

কেন বাড়ছে সোনার দাম —

১. করোনার জেরে তৈরি হওয়া অনিশ্চিত পরিস্থিতিতে শেয়ার বাজার , পণ্য লেনদেন, বিদেশি মুদ্রা এবং অশোধিত তেলের বাজারে অনিশ্চয়তা বাড়ছে।

gold , kolkata gold center

২. বাড়ছে আগামী অর্থনীতি নিয়ে আশঙ্কা।

৩. ফলে লগ্নির গন্তব্য হিসেবে মানুষ ঝুঁকছেন সোনার দিকে।

৪. বিশ্ব বাজারে সোনার দাম বৃদ্ধির প্রভাবও পড়েছে এদেশে।

টানা লকডাউনে রুজি-রোজগারে যে রকম ধাক্কা লেগেছে, তাতে খুব দরকার না-হলে ক্রেতাদের খরচের তালিকায় নীচে গয়না। হচ্ছে না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান। দাম মাত্রা ছাড়ানোয় গয়না কেনার চাহিদা সে ভাবে বাড়ছে না। দোকান খুললেও রয়েছে নানা সামাজিক বিধিনিষেধ। দোকান খোলা রেখে বইতে হচ্ছে বিভিন্ন খরচ।সব মিলিয়ে মারাত্মক প্রভাব পড়েছে বিক্রিতে।

gold

সোনার দামের কড়া ছেঁকায় মাথায় হাত পড়েছে সাধারণ ক্রেতার। শুক্রবার কলকাতায় ১০ গ্রাম বা ২৪ ক্যারেট সোনার দাম জিএসটি ছাড়া ৪৮,৮৪০ টাকায় ঠেকেছে। আগের দিনের থেকে ১৬০ টাকা বেশি। আর ২২ ক্যারেট গয়নার সোনা ১৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৬,৩৪০ টাকা। ক্রেতাদের নতুন গয়নার বদলে বিকল্প হিসেবে পুরনো গয়না ভাঙানোর কথা মানছেন গয়না ব্যবসায়ীরাও। তাঁরা বলছেন, সোনার দাম আকাশ ছোঁয়ায় নতুন গয়নার চাহিদা প্রায় ৮০% কমেছে। প্রয়োজনেও যতটা সম্ভব নতুন সোনা কেনা এড়াতে চাইছেন সাধারণ মানুষ।

এই মারাত্মক পরিস্থিতিতে গয়না কেনার জন্য ফের কেন্দ্রের কাছে কিস্তিতে ব্যাঙ্কঋণের দাবি তুলেছে ব্যবসায়ীদের সংগঠনগুলি। শুক্রবার অল ইন্ডিয়া ডোমেস্টিক গোল্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান শঙ্কর সেন বলেন, এতে গয়না শিল্প বাঁচবে।

Highlights

1. লাগাম ছাড়া হচ্ছে সোনার দাম

2. কেন্দ্রের কাছে কিস্তিতে ব্যাঙ্কঋণের দাবি তুলেছে ব্যবসায়ীদের সংগঠনগুলি

#Gold #Business

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন