এমআই -শাওমি ব্র্যান্ডের নাম সাদা রঙের ‘ মেড ইন ইন্ডিয়া ‘ দিয়ে ঢাকা হচ্ছে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,  S. Datta Roy :-    ১৫ জুন লাদাখে ভারত -চীন সীমান্ত সংঘর্ষের পরে দেশ জুড়ে চীনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে। এদিকে ভারতের বাজারে বেশিরভাগ মোবাইল সেটই চীনের তৈরি। এমত অবস্থায় চীনা মোবাইল নির্মাণ সংস্থা শাওমি তাদের সব আউটলেটে এমআই -শাওমি ব্র্যান্ডের নাম সাদা রঙের ‘ মেড ইন ইন্ডিয়া ‘ লোগো দিয়ে ঢাকার কাজ শুরু করেছে। ভারতের বাজারে বিক্রির নিরিখে নাম্বার ১ হল শাওমি। AIMRA -এ সতর্ক করার আগেই শাওমি নিজেরাই তাদের বোর্ডগুলোর ওপর সাদা রং দিয়ে ‘ মেড ইন ইন্ডিয়া ‘  করে দিয়েছে যাতে চীনের নাম ঢেকে যায়।

বর্তমানে ভারতের বাজারে চীনা ব্র্যান্ডের মোবাইল সেট অনেক ক্রেতাই কিনতে চাইছে না। আর এর সুফল পাচ্ছে স্যামসং। চীনের মোবাইল ব্যাড দিলে ভারতের বাজারে   স্যামসং একমাত্র প্রথম সারিতে অবস্থান করছে। কিন্তু শাওমি ইন্ডিয়া হেড মনু জৈন জানায়িয়েছে -চীন বিরোধী মনোভাব সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ ,এতে ভারতে মোবাইল সংস্থার ব্যবসার ওপর কোনো প্রভাব পড়েনি। বর্তমানে স্কুল বন্ধ থাকার জন্য সর্বত্র অনলাইনে পড়াশুনা ও ক্লাস করতে হচ্ছে ছাত্র -ছাত্রীদের ,ফলে স্মার্ট ফোনের চাহিদা অনেক বেড়ে গেছে।

অবশ্য এখন অপো ,ভিভো ,শাওমি ভারতেই মোবাইল তৈরির কারখানা চালু করে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসং নয়ডায় বিশ্বের বৃহত্তম কারখানা গড়ে তুলেছে। ভারতে স্মার্ট ফোনের ৯৯ % উৎপাদিত হলেও ডিভাইসের চিপ ও অন্যান্য কিছু সরঞ্জাম বিদেশ থেকেই আমদানি করতে হয়।

Highlights

১.  চীনা মোবাইল নির্মাণ সংস্থা শাওমি তাদের সব আউটলেটে এমআই -শাওমি ব্র্যান্ডের নাম সাদা রঙের ‘ মেড ইন ইন্ডিয়া ‘ লোগো দিয়ে ঢাকার কাজ শুরু করেছে।

২.  ভারতের বাজারে চীনা ব্র্যান্ডের মোবাইল সেট অনেক ক্রেতাই কিনতে চাইছে না।

৩.  এর সুফল পাচ্ছে স্যামসং।

# এমআই -শাওমি   #  চীনা ব্র্যান্ড   #  ভারত 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন