Bangla News Dunia, S. Datta Roy :- চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হতে পারে এই ভেবে ভারত কখনোই সেভাবে আক্রমণাত্মক হতে পারেনি। বিদেশ মন্ত্রক সূত্রে খবর -গালওয়ান উপত্যকায় ১৫ জুন রক্তক্ষয়ী সংঘর্ষের পর চীন নীতি নিয়ে আর কোনো সংশয় নেই ভারতের। দিল্লিতে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে ভারত। পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্র দূতরাও কথা বলছে সেইসব দেশের করতে ব্যক্তিদের সঙ্গে।
বিদেশি প্রতিনিধিদের বলা হচ্ছে -১৯৯৩ সালের ভারত -চীন দ্বিপাক্ষিক চুক্তিকে না মেনে গত মে থেকে চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রচুর পরিমানে সেনাবাহিনী ও অস্ত্র জমা করতে থাকে। কোয়াড -এর সমস্ত জোটকে চীনের কৌশলগত একাধিপত্যের মোকাবিলা করার কাজে লাগানোর কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি জাপান ,ভারত ও অস্ট্রেলিয়াকে ফাইটার জেট প্রশিক্ষণ দেবার কথা ভাবছে আমেরিকা।
আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পেয় জানান -দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ এবং ভারতের ওপর চীনের আগ্রাসনের কথা ভেবেই মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশ থেকে সেনাবাহিনী সরিয়ে ভারতের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দক্ষিণ চীন সাগরে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে অস্ট্রেলিয়াকেও সঙ্গে নিয়েও চতুর্দেশীয় নৌসেনা মহড়া দ্রুত প্রস্তুত করার ব্যবস্থা করছে।
Highlights
১. ১৫ জুন রক্তক্ষয়ী সংঘর্ষের পর চীন নীতি নিয়ে আর কোনো সংশয় নেই ভারতের।
২. দিল্লিতে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে ভারত।
# ভারত # চীন -নীতি # আমেরিকা