নিহত সেনাদের পরিচয় জানতে চেয়ে বাড়ছে ক্ষোভ , দাবি মার্কিন প্রত্রিকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস :- লাদাখের গালওয়ানে গত ১৫ জুন ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে তাঁদের কতজন সেনা হতাহত হয়েছেন, তা নিয়ে কোনও তথ্য প্রকাশ করেনি বেজিং ৷ আর নিজেদের এই অবস্থানের কারণে এবার দেশের মধ্যেই যথেষ্ট চাপে পড়েছে চিনের কমিউনিস্ট সরকার ৷ একটি মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে অন্তত এমনই দাবি করা হয়েছে ৷

মার্কিন সংবাদমাধ্যম ব্রেইটবার্ট-এর একটি প্রতিবেদন অনুযায়ী, চিনের সাধারণ মানুষই এখন জানতে চাইছেন, গালওয়ানে তাঁদের ঠিক কতজন সেনার প্রাণ গিয়েছে ৷ বিশেষত সেনা পরিবারের সদস্যরা নিহতদের নাম পরিচয় জানতে চাইছেন৷ সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অনেকেই সরব হয়েছেন ৷ নিহত সেনাদের পরিচয় জানানো নিয়ে নীরব থাকার যে নীতি চিনের সরকার অবলম্বন করেছে, তা সেদেশের মানুষই ভাল ভাবে নিচ্ছেন না ৷

সোশ্যাল মিডিয়ায় চিনা সেনাকর্মীদের পরিবারের সদস্যরা শি জিনপিং-এর সরকারের সমালোচনায় সরব হয়েছেন ৷ তাঁরা চাইছেন, অবিলম্বে গালওয়ান সংঘর্ষে নিহত সৈনিকদের নাম প্রকাশ করা হোক ৷ কারণ নিজেদের পরিবারের সদস্যদের অবস্থা নিয়ে সেনা কর্মীদের পরিবারগুলিও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন ৷

Highlights

১. এখনো পর্যন্ত্য ভারতের সাথে সংঘর্ষে কতজন সেনা হতাহত হয়েছে তা এখনো পর্যন্ত্য জানাইনি বেজিং

২. মার্কিন সংবাদমাধ্যম ব্রেইটবার্ট-এর একটি প্রতিবেদন অনুযায়ী, চিনের সাধারণ মানুষই এখন জানতে চাইছেন, গালওয়ানে তাঁদের ঠিক কতজন সেনার প্রাণ গিয়েছে

৩. সোশ্যাল মিডিয়ায় চিনা সেনাকর্মীদের পরিবারের সদস্যরা শি জিনপিং-এর সরকারের সমালোচনায় সরব হয়েছেন

#Gallone #Beijing  #Chinasoldier  

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন