কাশ্মীর উপত্যকার জন্য নতুন নির্দেশ ,নিয়ন্ত্রণ রেখায় চীনের মার্শাল আর্ট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,  S. Datta Roy :-    গান্ধেরবাল  অঞ্চলের  ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানকে সেনা ও আধাসেনার থাকার জায়গা হিসাবে গড়ে তোলার কথা বলা হয়েছে। এছাড়া আগামী  ২ মাসের জন্য কাশ্মীরে রান্নার গ্যাস সিলিন্ডার মজুত করে করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান -লাদাখে যারা ভারতীয় ভূ -খন্ডের দিকে চোখ তুলে তাকিয়েছিলো তারা যোগ্য জবাব পেয়েছে। ভারত যেমন বন্ধুত্ব বজায় রাখতে জানে তেমনি কারোর মোকাবিলা করতে ,যোগ্য জবাব দিতেও জানে। জম্মু -কাশ্মীরের অধিবাসীদের জন্য বলা হয়েছে -অমরনাথ যাত্রার জন্য আধাসেনার থাকার জায়গা দরকার ,আর ধসের জন্য জাতীয় সড়ক বন্ধ হয়ে যেতে পারে ,সেইজন্যই জম্মু -কাশ্মীরের অধিবাসীদের জন্য ২ মাসের রান্নার গ্যাস স্টক করতে হবে।

Gas

চীনের অফিসিয়াল মিলিটারি সংবাদপত্র ‘চীন ন্যাশনাল ডিফেন্স নিউজ ‘ -এ দাবি অনুসারে ১৫ জুন সংঘাতের আগে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পর্বত আরোহী এবং মার্শাল আর্টে পারদর্শী যোদ্ধাদের একটা দল মোতায়েন রেখেছিলো চীন।১৫ জুনের সংঘর্ষের আগে তারা লশ অঞ্চল পুরো জরিপ করে। গিয়েছিলো প্রধানমন্ত্রী জানান -প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এখন ভারতীয় সেনাবাহিনী অনেক বেশি সতর্ক।

Indian Army and chin Army at Ladakh

প্রধানমন্ত্রী আরও জানান যে -আত্মনির্ভর ভারতই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ্য।পাশাপাশি সমরাস্ত্রে জবাব দেবার প্রস্তুতিও চলছে। প্যাংগং লেকের কাছে ফিঙ্গার ৪ এবং পিপি ১৪ এলাকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দূরত্ব মাত্র ৫০০ মিটার। সূত্রের পাওয়া খবর অনুযায়ী -পূর্ব লাদাখের সমস্যা মেটাতে ভারত ও চীন সাপ্তাহিক আলোচনায় রাজি যাচ্ছে।

Highlights

১.  আগামী  ২ মাসের জন্য কাশ্মীরে রান্নার গ্যাস সিলিন্ডার মজুত করে করার নির্দেশ দেওয়া হয়েছে। 

২.  ভারত যেমন বন্ধুত্ব বজায় রাখতে জানে তেমনি কারোর মোকাবিলা করতে ,যোগ্য জবাব দিতেও জানে।

৩.  প্যাংগং লেকের কাছে ফিঙ্গার ৪ এবং পিপি ১৪ এলাকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দূরত্ব মাত্র ৫০০ মিটার।

ভারত   #  কাশ্মীর   #  লাদাখ 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন